ব্যাটারদের পার্টটাইমার জুজু কাটাতে হাত ঘোরালেন হাথুরু?
বাংলাদেশের নেটে হাত ঘোরাচ্ছেন চণ্ডিকা হাথুরসিংহে। এমন দৃশ্যের দেখা মিলেছে আজ মিরপুরে বাংলাদেশের অনুশীলন সেশনে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগে ব্যাটারদের ভুল শুধরে বল হাতে তুলে নিয়েছিলেন হাথুরাসিংহে। অবশ্য শুধু হাথুরুই নন, অনুশীলনে লম্বা সময় বল করেছেন খণ্ডকালীন স্পিনার মুমিনুল হক সৌরভও।
হাথুরুর হাত ঘোরানোতে অনুশীলনে বাংলাদেশের একটা বোলিং অপশন বাড়লো। খেলোয়াড়ি জীবনে রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন, প্রায় ৫০০ উইকেট আছে তার ঝুলিতে।
অনুশীলনে এসে প্রথমে ওপেনার জাকির হাসানকে নিয়ে কাজ করেছেন। সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যাট কথা বলেনি জাকিরের। সিলেটে এজাজ প্যাটেলের কোন কোন লেংথের বলে জাকির বার বার আউট হচ্ছেন সেটা নিয়ে কথা বলেছেন। দেখিয়ে দিয়েছেন সে সমস্যা থেকে উতরানোর উপায়।
এরপর হাথুরু নিজেই বল হাতে নিলেন। একই জায়গায় বল করে গেলেন। পরবর্তীতে অন্যান্য বোলারদের মতো তিনিও প্রায় আধঘন্টা নেট বোলিং করেছেন। কে জানে, টাইগার ব্যাটাররা হাতে গ্লেন ফিলিপসের মতো খণ্ডকালীন বোলারদের খাবি না খায় সেজন্যই হাথুরুর এই বোলিং কি না।
তবে হাথুরুসিংহের এই বোলিং যে বেশ সিরিয়াস ছিল তা বুঝতে বাকি নেই এক টানা এতটা সময় তার বল করা দেখে। সেই সাথে সবশেষ টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং করা মুমিনুল হকও বল করেছেন দীর্ঘক্ষণ। সিলেটে বাংলাদেশকে ভুগতে হয়েছে পার্টটাইমার গ্লেন ফিলিপসের কাছে। হাথুরু এবার অন্তত চান না ঢাকায় সেই ভুলটা হোক।