বাংলাদেশের ‘ফর্মুলা’ মেনে জিততে চায় নিউজিল্যান্ড
টেস্টে এখন নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ের পর এবার সিলেটে সাদা পোশাকের লড়াইয়ে কিউইদের ধরাশায়ী করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের হারাতে প্রথম টেস্টে যে পরিকল্পনা তৈরি করেছিল তা যে কাজে লাগেনি তা ফলাফলের দিকে তাকালে স্পষ্ট। সিলেটে ১৫০ রানের বড় ব্যবধানে হেরেছে ব্ল্যাকক্যাপসরা।
দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট হেরে এখন সিরিজ বাঁচানোর লড়াই কিউইদের। আগামী ৬ ডিসেম্বর (বুধবার) বাঁচামরার ম্যাচে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সে ম্যাচে মাঠে নামার আগে কিউই স্পিনার ইশ সোধির কণ্ঠে বাংলাদেশের ‘ফর্মুলা’ আপন করে নেয়ার বার্তা।
যে ফর্মুলা দিয়ে সিলেটে বাজিমাত করেছে বাংলাদেশ, সে পথেই ঢাকায় জয়োৎসব করতে চায় নিউজিল্যান্ড। সোধির ভাষায়, ‘বাংলাদেশ (প্রথম টেস্টে) একটা ব্লুপ্রিন্ট দিয়েছে যে এই ধরনের কন্ডিশনে কী কাজে লাগে। আশা করি পরের টেস্টে আমরা সেটা ঠিকঠাক প্রয়োগ করতে পারব।’
ঢাকার কন্ডিশন কেমন হবে বা উইকেটের আচরণই তা নিয়ে এখনো অন্ধকারে কিউইরা। সোধির কথায় তেমন আভাসই পাওয়া গেল, ‘মাত্রই তো (ঢাকায়) আসলাম। এখানে বৃষ্টি হয়েছে কিনা জানি না, তবে আবহাওয়া কিছুটা আর্দ্র মনে হচ্ছে। এমন কন্ডিশনে উইকেটে ঘাস থাকা স্বাভাবিক। তবে এটা (উইকেট) আমরা আগামী দুই দিনে ভালোভাবে বুঝতে পারব।’
উইকেট যেমনই হোক, মিরপুর টেস্ট নিউজিল্যান্ডের জন্য বাঁচামরার। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে কিউইরা, এবার বাংলাদেশ থেকে যদি সাদা পোশাকে ধবলধোলাইয়ের স্মৃতি নিয়ে ফিরতে হয়, সেটা মেনে নেয়া কঠিন হবে কিউইদের জন্য।
তাই ইশ সোধির কণ্ঠে শেষটা সুন্দর করার প্রতিজ্ঞা, ‘শেষটা সুন্দরভাবে করতে পারলে ভালো। আমরা অনেকটা সময় পরিবার-পরিজন থেকে দূরে আছে, এর মধ্যে একটা বিশ্বকাপ খেলেছি, সেটার সেমিফাইনাল থেকে বাদ পড়েছি। তাই সবমিলিয়ে ভালো কিছু নিয়ে শেষ করতে পারলে দারুণ হবে।’