সবকিছু রাতারাতি পরিবর্তন করে ফেলা সম্ভব নয়: হাথুরুসিংহে
বিশ্বকাপে বাংলাদেশ বেশ বাজে সময় কাটিয়ে ফিরেছে। এতটাই যে, অধিনায়ক সাকিব আল হাসান শেষ কয়েক বিশ্বকাপের মধ্যে একে সবচেয়ে বাজে বিশ্বকাপ ক্যাম্পেইন আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করেননি। এরপরই দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ, সেখানে প্রথম ম্যাচে দারুণ এক জয়। তাতে কিছুটা হলেও স্বস্তির বাতাস বয়ে গেছে দেশের ক্রিকেটে।
তবে এই এক জয়ে সবকিছু বদলে গেছে, তা মানতে নারাজ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার ভাষ্য, দল উন্নতির প্রক্রিয়া মেনে চলছে। এই জয়টা তারই ফল।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘সবকিছু রাতারাতি পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। আমরা এখানে যা করছি তা হলো আমাদের ক্রিকেটের জন্য, আমরা যে সংস্কৃতিটা গড়তে চাই, তার জন্য ঠিক কাজটা করে যাচ্ছি। সেটা ঠিকঠাক হলে ফলাফলটা নিজে নিজেই ভালো হতে থাকবে।’
তবে তার মানে এই নয় যে প্রত্যাশাটা আকাশ ছুঁয়ে যাবে একেবারে। হাথুরুসিংহে লাগাম টানতে বলছেন এখানেও। তার কথা, ‘এটা ভেবে বসবেন না যে আমরা প্রতিটা ম্যাচেই জিততে থাকব। আমরা চেষ্টাটা করব। আমরা মাত্রই একটা কমপ্লিট ম্যাচ খেললাম, ভালো দলগুলোর বিপক্ষে আমরা এটা নিয়মিত করতে চাই।’
মাত্রই দল একটা দারুণ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে পরের ম্যাচটা কোচ হাথুরু শুরু করতে চাইছেন একেবারে শূন্য থেকে। মূলত প্রক্রিয়াটা এমনই। এই প্রক্রিয়াটারই পুনরাবৃত্তি দেখতে চান তিনি বাংলাদেশ দলে।
তিনি বলেন, ‘আমরা এই ম্যাচটা আবার শূন্য থেকে শুরু করতে চাই। সিরিজটা যেভাবে শুরু করেছিলাম, ঠিক সেভাবে। একই রোমাঞ্চ, একই তীব্রতা নিয়ে, একই আশা, একই লক্ষ্য নিয়ে। আমাদের আবার শুরু করতে হবে, আমাদের প্রতিদিনই লড়তে হবে।’
এই পথে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে আত্মতুষ্টি। বাংলাদেশ কোচ জানালেন, দলে আপাতত তেমন কিছু দেখছেন না তিনি। তার কথা, ‘আমার মনে হয় না দলে এমন কেউ আছে যার পা মাটিতে নেই। এমন কিছু দেখলে আমি তার সঙ্গে নিজে গিয়ে কথা বলব। কাল আমাদের ড্রেসিং রুমে বেশ ভালো আলাপ হয়েছে। ড্রেসিং রুমে অনেক বড় নেতারা আছেন, মুশি, মুমিনুল, তারা বাংলায় কথা বলছিল, আবেগটা দেখা যাচ্ছিল। আমি আপাতত এখানে কাউকে দেখছি না, যে আত্মতুষ্টিতে ভেসে যাচ্ছে।’