শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বোর্ডের দুর্নীতির অভিযোগ
শ্রীলঙ্কান ক্রিকেটে শনির দশা যেন কাটছেই না। এইতো কয়েকদিন আগেই বিশ্বকাপে ভরাডুবির কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারায় তারা। এর মধ্যে আবার দেশটির ক্রিকেটে মরার উপর খারার ঘা হিসেবে উপনিত হয়েছে আরেকটি দুঃসংবাদ, আর তা হলো দেশটির ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। মূলত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে সরকারি সরকারি হস্তক্ষেপের ফলেই এই নিষেধাজ্ঞা এসেছে।
এর আগে চলমান ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ক্রিকেট বোর্ড বাতিল ঘোষণা করে। যদিও পরে সেই সিদ্ধান্ত দেশটির আদালত থেকে রহিত করা হয়।
বর্তমানে দেশটির ক্রীড়াঙ্গনেও চলছে কাঁদা ছোড়াছুঁড়ির অবস্থা। এবার শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের বিরুদ্ধে উঠেছে তহবিল অপব্যবহারের অভিযোগ। শ্রীলঙ্কার অন্যান্য খেলাধুলার উন্নতির জন্য জাতীয় স্পোর্টস ফান্ডকে একটি তহবিল দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিন্তু সেই তহবিলেন নাকি হয়েছে অপব্যবহার।
মূলত রানাসিংহে ক্রীড়ামন্ত্রী থাকা অবস্থায় পূর্বের কমিটি বরখাস্ত করে আবার নতুন কমিটির ঘোষণা দেন। যদিও পরবর্তীতে আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া বোর্ড পুনর্বহাল করা হয়।
এর আগে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে দুর্নীতি বিরোধি অভিযান চালানোর কারণে তাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হত্যাচেষ্টা করেছেন বলে অভিযোগ করেন রানাসিংহে। এই মন্তব্যের পরই তাকে ক্রীড়ামন্ত্রির পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। মূলত দেশটির ক্রিকেটে এমন রাজনৈতিক হস্তক্ষেপ টের পেয়েই দেশটির ক্রিকেটে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।