বিশ্বকাপে ভারতকে ভয়ঙ্কর দেখছেন শোয়েব

বিশ্বকাপে ভারতকে ভয়ঙ্কর দেখছেন শোয়েব

ফাইনালের আগে তিনিই টিপ্পনী কেটে বলেছিলেন, এশিয়া কাপ ফাইনালটা অত সহজ হবে না। তবে ভারত যা করেছে গতকাল চূড়ান্ত লড়াইয়ে, তাতে তো সহজের চেয়েও বেশি কিছু মনে হওয়ার কথা এই ফাইনালটাকে। এমন পারফর্ম্যান্সের পর সেই শোয়েব আখতারের প্রশংসা কুড়াল ভারত। জানালেন, বিশ্বকাপে এই দল ভয়ঙ্করই হতে যাচ্ছে।

রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ, ২১ রান খরচায় তুলে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর ভারত ম্যাচটা জিতে গেছে মোটে ৬ ওভার খেলেই। এমন সহজে ভারত জিতবে, কল্পনাও করেননি শোয়েব।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি কল্পনাও করিনি ভারত এভাবে শ্রীলঙ্কাকে হারাবে। এখান থেকে ভারতই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হয়ে উথতে পারে। কিন্তু আমি কাউকেই হিসেবের বাইরে রাখছি না, কারণ উপমহাদেশের সব দলই বেশ ভালো।’

সাবেক পাকিস্তানি গতিতারকা অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বেশ। তিনি বলেন, ‘রোহিত শর্মার অধিনায়কত্ব বেশ ভালো হয়েছে। সে আর তার টিম ম্যানেজমেন্ট বেশ ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে চলেছে।’

‘শেষ এক-দেড় বছর ধরে সে যেন হারিয়েই গিয়েছিল। কিন্তু এখন সে ফিরে এসেছে, ম্যান ম্যানেজমেন্টে দারুণ কাজ করছে। ভালো সিদ্ধান্ত নিচ্ছে। দলে কুলদ্বীপ যাদবকে ঠিক সময়ে নিয়ে এসেছে।’

সম্পর্কিত খবর