ঢাকা টেস্টে কেমন দল নিয়ে খেলবে বাংলাদেশ?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৪১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৩

প্রথম টেস্টে দারুণ জয়ের তিন দিন পরই আবার মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশকে। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচের আগে একটা প্রশ্নও চলে আসছে, দলে পরিবর্তন আসবে কোনো? নাকি উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে বাংলাদেশ? সে প্রশ্নের জবাবটা কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছেন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। 

আগের ম্যাচে ৩ স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। উইকেট যদিও র‍্যাঙ্ক টার্নার গোছের কিছু ছিল না আদৌ। তবে তিন স্পিনার তাইজুল ইসলাম, নাঈম হাসান আর মেহেদি হাসান মিরাজ তাদের কাজটা করে গেছেন ভালোভাবেই। তাইজুল তো ম্যাচসেরার পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন। 

দ্বিতীয় টেস্টেও কি স্পিনার তিন জনই থাকবেন? নাকি মিরপুরের চিরায়ত মন্থর উইকেটে স্পিনারের সংখ্যা বাড়বে আরও? এমন একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে। সে বিষয়ে পরিষ্কার কিছু না জানালেও হাথুরু ইঙ্গিত দিলেন, পরিবর্তন খুব একটা আসবে না দলে। 

তিনি জানালেন, ‘এটা পিচের অবস্থা আর অবশ্যই আমাদের শক্তিমত্তার ওপর নির্ভর করবে। যেমনটা আপনি বললেন, সিলেটে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। সেখানেও আমরা আমাদের শক্তি আর সিলেটের কন্ডিশনের ওপর ভিত্তি করেই দলটা বানিয়েছিলাম। আর মিরপুরের কথা আপনি জানেন, কখনো কখনো মাঠে নামার আগে আপনি বুঝবেন না পিচ কেমন আচরণ করতে যাচ্ছে, এমনকি কয়েকটা সেশন খেলার পরও বোঝা যায় না অনেক সময়, যেহেতু এখানে অনেক বেশি খেলা হয়... আমার মনে হয় না বিশ্বের আর কোনো মাঠে এত বেশি খেলা হয়, যতটা এই মাঠে হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’ 

নিউজিল্যান্ডের আগে সবশেষ টেস্টটা আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচটা দল খেলেছিল ৩ পেসার নিয়ে। তবে সে পরিস্থিতিটা এখন আর নেই। তাই বাংলাদেশ এখানে স্পিনেই ভরসাটা রাখবে।

তবে তাই বলে পেসারদের স্কিলসেটকে হেলার চোখে দেখা হচ্ছে না, জানালেন হাথুরু। তার অভিমত, সে স্কিলসেটটা দলের আছে, প্রয়োজনবোধে ঠিকই তাদের কাজে লাগাবে দল। বললেন, ‘আপনি যদি ক্রিকেট বুঝে থাকেন, তাহলে বুঝবেন যে দলটা কন্ডিশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সঙ্গে প্রতিপক্ষের দুর্বলতার কথা মাথায় রেখে ট্যাকটিকালি বিষয়টা সামলানো হয়। শেষ ম্যাচটা আমরা এখানে খেলেছি আফগানিস্তানের বিপক্ষে, সেটা ভিন্ন পিচ ছিল... তখন এখানে অনেকদিন ক্রিকেট হয়নি, পিচটা তৈরি করার সুযোগ ছিল... তো তখন আমরা ৩ ফাস্ট বোলার নিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। যদি আপনার মনে থাকে, এর আগের ম্যাচটা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে উইকেটটা ভিন্ন ছিল। তবে বিষয়টা হচ্ছে, আমাদের এখন সব ধরনের স্কিলসেট আছে। সেটা এখন যেমন ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। সেটা এখন দলের জন্য বেশ ভালো।’

খেলার দুনিয়া | ফলো করুন :