মিরপুরেও স্পিন-যুদ্ধ দেখছে নিউজিল্যান্ড, সম্ভাবনা বাড়তি স্পিনারের
সিলেটে উইকেটটা মোটেও র্যাঙ্ক টার্নার গোছের কিছু ছিল না। চতুর্থ দিনেও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো অবস্থা ছিল উইকেটে। তবে সেখানেও দিনশেষে ম্যাচের লাগাম টেনেছেন বোলাররাই। ৪০ উইকেটের ৩৪টিই গেছে দুই দলের স্পিনারদের পকেটে।
এবার খেলাটা মিরপুরে, যেখানের উইকেট মন্থর গতির জন্য ‘খ্যাত’। সিলেট টেস্টের পর ঢাকায় এসেও প্রত্যাশাটা তাই বদলে যাচ্ছে না সফরকারীদের। অধিনায়ক টিম সাউদি যেমন সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আমরা অতি অবশ্যই স্পিন বান্ধব পরিস্থিতিই প্রত্যাশা করছি। বিশ্বের এই অঞ্চলে এলে আপনি মনে করবেন স্পিনাররাই বড় ভূমিকা পালন করবে। প্রথম ম্যাচে আমরা তা দেখেছি। দ্বিতীয় টেস্টেও আমরা তাই আশা করছি।’
সে আশা থেকেই কি না, নিউজিল্যান্ড একাদশে বাড়তি স্পিনারের কথাও ভাবছে। আজ মিরপুর একাডেমি মাঠে বেশ কিছুক্ষণ বোলিং অনুশীলনটা সেরেছেন দুই স্পিনার রাচিন রবীন্দ্র আর মিচেল স্যান্টনার। দুজনকেই নিউজিল্যান্ড বসিয়ে রেখেছিল সিলেট টেস্টে।
সিলেটের মাঠে ব্যাটিংয়ের দিকেও সহযোগিতার হাত ছিল উইকেটের। তেমন উইকেটে যখন মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড, তখন ইন ফর্ম রাচিনকে খেলানো যেত কি না, এমন প্রশ্নও উঠেছে বেশ। বিশ্বকাপে দারুণ খেলেছেন রাচিন, স্পিন ভালো খেলেন, নিজেও ভালো স্পিন করেন। এমন একজনকেই তো মিরপুরের উইকেটে দলে চাইবে নিউজিল্যান্ড!
অধিনায়ক সাউদি অবশ্য দরজা খোলা রাখছেন স্যান্টনারসহ বাকি সবার জন্যেই। তার কথা, ‘১৫ জনের সবারই ভালো সম্ভাবনা আছে। তারা এখানে আছে, তাদের যে কাউকেই খেলানো যাবে। আমরা কাল সকালে উইকেটটা দেখব, এরপর কারা খেলবে এটা সিদ্ধান্ত নেব। এখন, ১৫ জনের সবাইকেই আমরা নিতে পারব, তারা সবাই ফিট আছে।’