দ্বিতীয় টেস্টের আগে দলকে কী বললেন হাথুরু?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:৫১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৩

শুরুর টেস্টে বাংলাদেশ নিউজিল্যান্ডের চেয়ে শ্রেয়তর দল ছিল পাঁচ দিন ধরেই। ছুটোছাটা দুই একটা সেশন যা হাত ফসকে গেছে, তাতেও সফরকারীদের কবজা ছিল না পুরোপুরি। টেস্টটা বাংলাদেশ জিতেছে অবধারিতভাবেই।

এবার দুয়ারে দ্বিতীয় টেস্ট। তবে এই টেস্টেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাইছেন দল শুরু করুক শূন্য থেকেই। তার কথা, ‘সেই টেস্ট শুরুর আগে দলের প্রতি যে বার্তাটা ছিল, এখনো বার্তাটা একই থাকছে...আমাদের যা আছে, নিজেদের শক্তি যা আছে, তা বুঝে তা নিয়ে সামনে এগিয়ে যাওয়া।’

এই সিরিজে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাচ্ছে না বাংলাদেশ। তবে তাদের অনুপস্থিতিতে দলে যারা এসেছেন, তারাও বেশ পারফর্ম করছেন। সিলেট টেস্টে দলের জয়ে সবারই অবদান আছে কম বেশি। এমনটা সম্ভব হয়েছে তাদের স্বাধীনতাটা দেওয়ায়, অভিমত কোচ হাথুরুর।

সেটা দ্বিতীয় টেস্টেও বদলে যাচ্ছে না, ইঙ্গিত তার। বললেন, ‘অভিজ্ঞতার দিক থেকে আমরা তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা বেশ ভালো, যখন তাদের স্বাধীনতাটা দেওয়া হয়। জাতীয় দলের বাইরে এনসিএল বা এমন কোনো প্রতিযোগিতায় খেলে (তখন এমনটা পায়), তারা ভালো খেলে। এই বিষয়টা আমাদের ঘরোয়া ক্রিকেটেরও ভালো বিজ্ঞাপন। কারণ সাতজন খেলোয়াড় এনসিএলে খেলেছে, মাঠে তাদের প্রাণশক্তিটা আপনি দেখতে পারছেন।’

সব কিছুর মিশেলেই প্রথম টেস্টটা জিতেছে বাংলাদেশ। এবার একই কাজটা দ্বিতীয় টেস্টেও করতে চায় দল। শিষ্যদের প্রতি বার্তাটা এমনই থাকছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তার কথা, ‘বিষয়টা ফলাফলের নয়, ফল ভিন্ন হতেই পারে, কিন্তু পাঁচ দিন পর্যন্ত প্রাণশক্তিটা ধরে রাখা... প্রতিপক্ষ যখন বড় জুটি গড়ে ফেলছে, তখনো চনমনে থাকা... এসব ছোট ছোট বিষয়ে আমি নজর দেই। এই তরুণ দলটা তাদের সবটা দিয়ে লড়েছে। বার্তাটা থাকবে, একই কাজটা আবারও করার।’

খেলার দুনিয়া | ফলো করুন :