নাসুমকে চড় মেরেছেন কিনা প্রশ্নে অগ্নিমূর্তি হাথুরু!

নাসুমকে চড় মেরেছেন কিনা প্রশ্নে অগ্নিমূর্তি হাথুরু!

‘আপনাদের মিডিয়া খুবই নিম্নমানের’ - সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ক্ষেপে গেলেন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। রাগতঃস্বরে ধুয়ে দিলেন বাংলাদেশের সংবাদমাধ্যমকে। তো হাথুরুর এমন আচমকা অগ্নিমূর্তি হওয়ার কারণ? সংবাদ সম্মেলনের শেষ দিকে একজন সংবাদকর্মী তাকে প্রশ্ন করেছিলেন, নাসুম আহমেদকে চড় মারার যে খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে, তাতে আদৌ সত্যতা আছে কিনা।

প্রশ্নটি শুনে প্রথমে গণমাধ্যমের মান নিয়ে প্রশ্ন তোলেন হাথুরুসিংহে। এরপর বিষয়টি নিয়ে নিজের পক্ষ তুলে ধরেন, ‘যারা আমাকে একটু হলেও চেনে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি নই।’

কয়েকদিন আগে দেশের একটি সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার হাথুরুসিংহের নাসুমকে চড় মারার খবর। সেই সংবাদে অবশ্য ভুক্তভোগী হিসেবে নাসুমের নাম উল্লেখ করা হয়নি। তবে এই ঘটনা যে নাসুমের সঙ্গে ঘটেছে, সে খবর গণমাধ্যমে চাউর হতে সময় লাগেনি।

সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের দল থেকে নাসুমের বাদ পড়ার বিষয়টি সে গুজবের পালে হাওয়া দিয়েছে। অনেকেই নাসুমের দল থেকে বাদ পড়ার পেছনে হাথুরুর সঙ্গে এই বাঁহাতি স্পিনারের সম্পর্কে অবনতির বিষয়টিকে সামনে এনেছেন।

যদিও এই বিষয়টি নিয়ে এতদিন হাথুরুসিংহে, নাসুম বা বোর্ড কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছিল। তবে আজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হাথুরু। আর মুখ খুলেই একগাল খিস্তি-খেউর করেছেন, কখনো ‘রাবিশ’ আবার কখনো ‘বুলশিট’ শব্দ বেরিয়ে এসেছে তার মুখ দিয়ে। যার সারমর্ম, নাসুমকে চড় মারার বিষয়টি স্পষ্ট ভাষায় অস্বীকার করেছেন বাংলাদেশের হেড কোচ।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বিসিবির তদন্তে এই বিষয়টিরও গোমর খুলবে বলে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) তদন্ত হচ্ছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কিছু (চড় মারার ঘটনা) ঘটে থাকলে তদন্তে বেরিয়ে আসবে।’

সম্পর্কিত খবর