তাইজুল কেন থাকেন না স্পটলাইটে, যা বললেন হাথুরু

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৩০ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৩

‘ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও/ ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও’ –আবুল হাসানের কবিতাটার সঙ্গে বাস্তব জীবন মিলে যাওয়া মানুষের সংখ্যা আপনি নেহায়েত কম পাবেন না, খেলার মাঠেও আছে বেশুমার। তাইজুল ইসলাম যেন নীরবে সয়ে, বিষের বালি বুকে চেপে রেখে, মুখ বুঁজে মুক্তো ফলানো সেই ঝিনুকদেরই একজন।

টেস্টে তার উইকেটসংখ্যা ২০০ ছুঁয়ে ফেলবে আর ক’দিনেই।এমন একজন স্পিনারকে যে কোনো দলই তো লুফে নিতে চাইবে! কিন্তু এরপরও যেন তাইজুল রয়ে যান পাদপ্রদীপের আলোর বাইরে।

কেন? তার একটা কারণ যেন খুঁজে বের করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার এমন আলোচনায় না থাকার দায়টা দিলেন গণমাধ্যমকেই। তার কথা, ‘সে যখন ভালো করে, তখন তাকে নিয়ে আপনাদের কথা বলতে হবে। আমরা তো তাকে নিয়ে ড্রেসিংরুমের ভেতরে অনেক কথা বলি!’

দলে তাকে নিয়ে আলোচনাটা কম হয় না। সেটা বুঝিয়ে দিলেন পরের কথাটাতেই। হাথুরু বললেন, ‘সে অনুশীলনে বেশ মনোযোগী, যেভাবে সে প্রস্তুত হতে চায়, সেটা সে খুব নিখুঁতভাবে করে। সে মানসিকভাবে খুব শক্ত।’

তবে আরও একটা বাস্তবতার কথাও জানালেন কোচ। যে দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন, সেখানে হরহামেশাই তাইজুলের ভূমিকাটা হয় দ্বিতীয় বোলারের, যিনি রান আটকে উইকেট তোলার সুযোগ করে দেবেন অন্যদের। হাথুরুর ভাষ্য, ‘সে বিভিন্ন সময় রাডারের বাইরে পড়ে যায়, কারণ আমাদের আরও একটা বিশ্বমানের খেলোয়াড় আছে, সাকিব... তাইজুলকে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলতে হয় বেশিরভাগ সময়। তারপর তার রেকর্ডটা দারুণ। তার প্রায় ২০০ উইকেট আছে। সে খুবই ধারাবাহিক।’

তাইজুলকে নিজের প্রথম মেয়াদেও ভালোই দেখেছেন হাথুরু। এবার দেখছেন দ্বিতীয় মেয়াদে এসে। তার মূল্যায়ন, এখনকার তাইজুল অনেক বেশি পরিণত। তিনি বলেন, ‘এই টেস্টে আমি তার যেমন ম্যাচিউরিটি দেখেছি, তাতে মনে হয়েছে রঙ্গনা হেরাথ তাকে নিয়ে অনেক ট্যাকটিকাল কাজ করেছে। এখন সে ব্যাটারদের ভালোভাবে সেট আপ করতে পারে। তো আমার মনে হয় সে আরও অনেক দিন দলকে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :