টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

সিলেট টেস্টে ইতিহাস গড়ে শান্তদের নজর এখন সিরিজে। ১৫০ রানের সেই জয়ে ঘরের মাঠে কিউইদের প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। এবার পালা সিরিজ জয়ের। টেস্ট খেলুড়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দলের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার তাই সেই জুজু কাটানোর পালা।

অন্যদিকে, সিরিজ সমতায় আনতে মরিয়া নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও এবার শুরুতেই পিছিয়ে পড়েছে তারা।

সিরিজের দ্বিতীয় টেস্টে আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল সান্টনার, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।

সম্পর্কিত খবর