ঢাকা টেস্ট চলছে ফ্লাডলাইটের আলোয়
ঢাকা টেস্টের ম্যাচডের সকাল থেকেই দেখা যাচ্ছিল মেঘলা আকাশ। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেলেও টস হয়েছে সময়মতোই। সেখানে আগে ব্যাট করছে স্বাগতিকরা। তবে আলোক স্বল্পতার কারণে এদিন শুরুতেই দেখা মিললো ফ্লাডলাইট জ্বলার।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার ১ বল শেষে দুই উইকেট হারিয়ে ২৯ রান।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল সান্টনার, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।