নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ
পাগলাটে এক দিন! কতো কী হয়ে গেল মিরপুর টেস্টের প্রথম দিনে, তবে সবকিছুর শেষে বাংলাদেশই আছে খানিকটা স্বস্তিতে। শুরুটা নাজমুল হোসেনের দলের যাচ্ছেতাই হয়েছিল রীতিমতো। প্রথম টেস্টে দুই ইনিংসে ৩০০’র পর দল কি-না ২০০ ও তুলতে পারল না দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে!
এরপর অবশ্য বোলিং দিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরেছে বাংলাদেশ, ৫৫ রান খরচায় তুলে নিয়েছে নিউজিল্যান্ডের ৫ উইকেট। এমন এক দিনের পর তাই নিজেদেরই এগিয়ে রাখছেন সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ব্যাটিংয়ে বাংলাদেশ ভুল করেছে অনেক। উইকেট ছুঁড়ে দিয়ে আসার ঘটনা ঘটেছে অন্তত তিনটি। যার ফলে রান কিছুটা কম হয়ে গিয়েছে, অভিমত মিরাজের। তার কথা, ‘আমরা এই উইকেট হিসেবে ৪০-৫০ রান কম করেছি। এমনটা আমাদের নিয়মিত হচ্ছে, যেমন ৪০০’র উইকেটে আমরা ৩৫০ করে আসছি। এটা কীভাবে কমিয়ে আনা যায় তার চেষ্টা করছি আমরা, এ নিয়ে নিয়মিত আলাপও হচ্ছে আমাদের।’
তবে ব্যাটিংয়ে কিছু রান কম হলেও বোলিং দিয়ে তা পুষিয়ে দিচ্ছেন বোলাররা। মিরাজ নিজেই তো তার বড় কুশীলব! তিন উইকেট নিয়েছেন, সাজঘরে ফেরত পাঠিয়েছেন প্রতিপক্ষ দলে সবচেয়ে বড় ত্রাস কেন উইলিয়ামসনকে।
যখন বোলিংয়ে নামছেন, তখন কি এমন কিছু কল্পনাতেও ছিল মিরাজদের? তার সরল উত্তর, না। তার কথা, ‘ঠিক এতটা নয়। তবে যেভাবে উইকেটকে আচরণ করতে দেখেছি, তাতে মনে হয়েছে, ভালো জায়গায় বল করলে আমরাও সফল হব। আমরা তাই করেছি এখন পর্যন্ত।’
এখন যে পরিস্থিতি, তাতে নিজেদেরই এগিয়ে রাখছেন মিরাজ। তার ভাষ্য, ‘ম্যাচ এখন যে অবস্থানে আছে, তাতে আমার মনে হচ্ছে আমরাই এগিয়ে।’
টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেট নেই। দ্বিতীয় টেস্টটা কালই শেষ হয়ে যায় কি না, তাও একটা সম্ভাবনা হিসেবে দাঁড়িয়ে গেছে এখন। তবে মিরাজের মনোযোগ সময়ে নয়, ফলাফলে। তার কথা, ‘টেস্ট ক্রিকেটে যে কোনো পরিস্থিতি আসতে পারে। দুই দিনে নয় আসলে, খেলাটা পাঁচ দিনের, যত সময় লাগুক, ফলটা আমাদের পক্ষে আনতে চাই আমরা। অতি আত্মবিশ্বাসী নই আমরা।’
প্রথম দিনে ব্যাটিং বোলিং দুটোই করেছেন মিরাজ। উইকেটটা কেমন দেখলেন? মিরাজের উত্তর, ‘ব্যাটারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে কমিটমেন্ট থাকলে, আরও ভালোভাবে খেললে ভালো করা যাবে। প্রথম ৩০ ওভার অনেক চ্যালেঞ্জিং যখন বল নতুন থাকে। বল পুরনো হলে ব্যাটারদের সুযোগ বেড়ে যায়। বল পুরনো গেলে আর তেমন সুবিধা থাকে না বোলারদের। যেহেতু টেস্ট খেলা, প্রথম দিকে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’
এমন উইকেটে খেলা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় হরহামেশাই। তবে মিরাজের অভিমত, টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রাখলে, ঘরের মাঠের সুবিধা নেওয়াটা দোষের কিছু নয় আদৌ। তার কথা, ‘আমরা বাইরে গেলে প্রত্যেক দলই হোম এডভান্টেজ নিতে চায়। আমরাও একটু হোম এডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি। যেহেতু টেস্ট ক্রিকেট, যেহেতু এগিয়ে আছি জিততে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকব। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। দুটি ম্যাচই জিতলে দলের অবস্থান অনেক উপরে চলে যাবে। যতটুকু এডভান্টেজ আছে অবশ্যই নেওয়ার চেষ্টা করছি।’