আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের দুই ক্রিকেটার

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের দুই ক্রিকেটার

ক্রিকেটে সময়টা দারুণ কাটাচ্ছে বাংলাদেশ নারী দল। ঘরের মাটিতে ভারত-পাকিস্তানকে হারানোর পর এবার জয় মিলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতেও। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ নিজেদের করে নিচ্ছেন নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকিরা।

এবার সেই প্রভাবটা পড়তে যাচ্ছে আইসিসির মাসসেরা নির্বাচনেও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের নাহিদা ও পিংকি। এ তালিকায় তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাদিয়া ইকবাল।

নাহিদা অবশ্য বল হাতে বরাবরই বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। অক্টোবর মাসেও ছিলেন মাস সেরা হওয়ার দৌড়ে। যদিও শেষ পর্যন্ত সেই পুরস্কার হাতে নেওয়া হয়নি তারা। তবে এবার সেই আক্ষেপ ঘুচে যেতে পারে বাঁহাতি এই স্পিনারের। নভেম্বরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে পিছিয়ে পড়েও তার বোলিং নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। বল হাতে ১৪.১৪ গড়ে ৭ উইকেট তুলে হয়েছিলেন সিরিজ সেরা।

সিরিজ জুড়ে ব্যাট হাতে শক্ত হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ফারজানা হক পিংকি। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ম্যাচে ৩৬.৬৬ গড়ে করেছেন ১১০ রান। সিরিজ নিধারর্ণী তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ৬২ রান করেন ফারজানা। সহজেই পাকিস্তানের রান তাড়া করে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সেই পুরস্কারটাই এবার আইসিসির কাছ থেকে পেতে যাচ্ছেন তারা।

অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন নভেম্বর মাসে পারফর্ম করে ছেলেদের মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। তালিকার তৃতীয় ক্রিকেটার ভারতের পেসার মোহাম্মদ শামি।

সম্পর্কিত খবর