তবে কিং কোহলিকে ছাড়াই ভাবতে শুরু করেছে ভারত
হৃদয় ভাঙার দুঃখ চেপেও স্বপ্ন দেখতে হয়। বুনতে হয় নতুন আশার বীজ। সেই আশাকে সাফল্যের বট বৃক্ষে রূপ দিতে পরিকল্পনাটাও হওয়া যায় যথার্থ। আর সেই কাজটাই করে থাকেন প্রতিটি দলের টিম ম্যানেজমেন্টরা। পরিস্থিতি বুঝে কঠিন হতে হয়। সমালোচনা হবে জেনেও হাঁটতে হয় স্রোতের বিপরীতে।
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর; সেই কাজটাই এখন করছেন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত করতে চলেছেন স্কোয়াড। অবাক হওয়ার মতো ব্যাপার, সেই দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় সবশেষ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি।
খবর অনুযায়ী, এখন আর ভারতের টি-টোয়েন্টি একাদশের প্রথম পছন্দ নন কিং কোহলি! তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই তার সঙ্গে দেখা করবেন বিসিসিআই কর্মকর্তারা।
দেশটির একাধিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য মতে, অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে পাঁচ ঘণ্টা ব্যাপী বৈঠক করেছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আসন্ন বড় ইভেন্টের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করেছেন তারা। আর সেখানে জায়গা না হওয়ার শঙ্কায় কোহলির।
এদিকে টি-টোয়েন্টির মেগা এই আসরের আগে মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে ভারত। যেই দলে নেই কোহলি। অবশ্য টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে। তবে তাদের বিষয় কোহলির মতো নয়; বলা হচ্ছে এমনটিই।
অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার একটা পথ এখনও খোলা আছে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের। তবে সেই টিকিট হাতে পেতে ব্যাট হাতে নজরটা টানতে হবে আসন্ন আইপিএলে। এখন দেখার অপেক্ষা ৫০-এর বেশি গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০-এর বেশি রান করা কোহলি সেই পরীক্ষায় উৎরে যান কি-না।