আলোচনায় আসতে চায় শ্রীশান্ত, দাবি গম্ভীরের

আলোচনায় আসতে চায় শ্রীশান্ত, দাবি গম্ভীরের

একটা ভুল; আকাশসম সম্মান মুহূর্তেই ধুলোয় লুটিয়ে পড়েছে শ্রীশান্তের। কেড়ে নিয়েছে ভালোবাসার ক্রিকেটটাকে। নিন্দার বানে ভাসার সঙ্গে ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে হয়েছে ৭ বছর। এরপর ফেরার খানিকটা চেষ্টা অবশ্য চালিয়েছিলেন ভারতের দুটি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত এই সদস্য। তবে বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন আর কই। এখনও আইপিএলে করা স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে কথা শুনতে হয় তাকে।

এই যেমন, সাবেক ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে গুজরাট জায়ান্টসের হয়ে খেলতে নেমে ইন্ডিয়া ক্যাপিটালস অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদে জড়ান শ্রীশান্ত। সুযোগ বুঝে ফ্রিক্সার বলে শ্রীশান্তকে চটিয়েছেন গম্ভীর। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে এসে গম্ভীরকে নিয়ে কথা বলেছেন শ্রীশান্ত।

যেখানে তিনি দাবি করেছেন কোনো কারণ ছাড়াই তাকে ফ্রিক্সার বলেছেন গম্ভীর, ‘ম্যাচ চলাকালিন সে আমাকে গালি দিয়ে যাচ্ছিল। আমি তার উদ্দেশ্যে কোনো খারাপ শব্দ ব্যবহার করিনি। আমি অবাক হয়ে কেবল বলেছি, ‘তুমি কী বলছ এসব’।’

বিষয়টি নিয়ে শুরুতে কথা না বললেও অবশেষ মুখ খুলেছেন গম্ভীর। সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন শ্রীশান্তের দিকেই। হাসির একটি ইমুজি দিয়ে তিনি লিখেছেন, ‘বিশ্ব যখন মনোযোগ চাইছে, তখন হাসতে থাকো।’

সম্পর্কিত খবর