জনসনের সমালোচনার জবাব ভালোবাসায় দিলেন ওয়ার্নার
যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুকভরা গান-এইতো কদিন আগেই ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন মিচেল জনসন। ফর্ম না থাকার পরও ওয়ার্নারকে কেন আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে সেটি নিয়ে তুলেছেন প্রশ্ন। সেই সঙ্গে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়ানো নিয়েও ওয়ার্নারকে দিয়েছেন খোঁচা।
এ নিয়ে জনসনের সমালোচনা করছে দেশটির সাবেক ক্রিকেটাররা। যদিও এতদিনেও জনসন প্রসঙ্গে মুখ খুলেননি ওয়ার্নার। অবশেষে আলোচিত এই ইস্যুতে কথা বলেছেন অজি এই ওপেনার। জনসনের ঘৃণার জবাবটা ভালোবাসা ও শ্রদ্ধায় দিয়েছেন ওয়ার্নার। সহজাত ভঙ্গিতে মজা করেছেন। হাসির ছলে সবাইকে ভুলিয়ে দিয়েছেন তাকে নিয়ে করা জনসনের সমালোচনা।
জনসনের মন্তব্য নিয়ে ফক্স ক্রিকেটে ওয়ার্নার বলেন, ‘এমন একটি শিরোনাম ছাড়া কি গ্রীষ্মকাল জমে? এটাও তেমটি। জটিল করে দেখার কিছু নেই। প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। সত্যি বলতে আমরা আসলে সুন্দর একটি টেস্টের অপেক্ষায় রয়েছি।’
দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যে বাহবা যেমন পেয়েছেন তেমনি কঠিন সময়ে যেতে হয়েছে সমালোচনার মধ্যে দিয়ে। তবে কখনোই খুব বেশি ভেঙে পড়েননি তিনি। আর সেই মানসিক শক্তিটা যে নিজ পরিবারের থেকেই পেয়েছেন ওয়ার্নার, জানিয়েছেন সেটিও।
বলেন, ‘এই শিক্ষা আমার বাবা-মা আমার মধ্যে প্রবেশ করিয়েছে। তারা আমাকে প্রতিদিন লড়াই করতে এবং কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে। আপনি যখন বিশ্বমঞ্চে খেলবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে কি হচ্ছে, অনেক মিডিয়া ও প্রচুর সমালোচনা। কিন্তু এটাও দিন শেষে অনেক ইতিবাচক। তাছাড়া এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন অনেক মানুষ ক্রিকেটকে সমর্থন দিতে এগিয়ে আসছেন।’