স্মরণীয় হতে রউফকে ‘বড়দের খেলা’ খেলার পরামর্শ আকরামের

স্মরণীয় হতে রউফকে ‘বড়দের খেলা’ খেলার পরামর্শ আকরামের

কদিন আগেই বিশ্বকাপের সবচেয়ে খরুচে বোলারের তকমাটা গায়ে লেগেছে হারিস রউফের। হতে হয়েছে সমালোচিত। সেই সমালোচনা আরও বেড়েছে দেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে না চাওয়ার পর। এবার সেই ইস্যুতে কথা বলেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। রউফকে মনে করিয়ে দিয়েছেন আভিজাত্যের টেস্ট কোনো ফেলনা নয়। স্মরণীয় হয়ে টেস্ট পারফর্ম করার কোনো বিকল্প নেই।

কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে তিন টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে হারিস রউফকে রাখতে চেয়েছিল নির্বাচকরা। তবে পাকিস্তানের এই গতি তারকা বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলাকে বেছে নেন। যা নিয়ে বেশ সমালোচিত হতে হয়েছে রউফকে।

সেই ইস্যু নিয়েই এবার কথা বলেন আকরাম, ‘এটি তার সিদ্ধান্ত। তিনি একজন চুক্তিবদ্ধ খেলোয়াড়, তাই দেশে এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এই সময়ে অনেক সাদা বল বিশেষজ্ঞ ক্রিকেটার আছে। আর তিনি যদি মনে করেন টেস্ট খেলবেন না তবে এটি তার সিদ্ধান্ত।’

এরপর হারিসকে পরামর্শ দিয়ে আকরাম বলেন, ‘দিন শেষে টেস্ট বড়েদের খেলা। টি-টোয়েন্টিতে আপনি চার ওভার বল করেন, ফাইন লেগে দাঁড়ান। যা খুবই সহজ। অন্যদিকে টেস্ট দীর্ঘ সময়ের। আর আপনি যদি দুর্দান্ত ক্রিকেটার হিসেবে স্মরণীয় হতে চান তবে টেস্ট খেলতেই হবে।’

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৪ ডিসেম্বর। যেখানে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

সম্পর্কিত খবর