বিপিএলের নিষিদ্ধ সেই লু ভিনসেন্ট পেলেন ক্রিকেটে ফেরার অনুমতি

  • নিউজরুম এডিটর
  • ০৭:৪০ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে তিন বছরের জন্য বহিষ্কার হয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট। ২০১৪ সালে একই বছর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগে ফের নিষেধাজ্ঞায় পড়েন কিউই এই ওপেনার। সব ধরণের ক্রিকেটে তাকে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডেও সেই শাস্তি বলবৎ থাকে। এরপর থেকেই ক্রিকেট থেকে নির্বাসিত তিনি।

সব অভিযোগ শিকার করে নতুন করে ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন ভিনসেন্ট। তার হয়ে লড়াইয়ে নেমেছিল দেশটির সাবেক ক্রিকেটারদের সংগঠন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। তাতেই মন গলেছে ইসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। ভিনসেন্টের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

নিউজিল্যান্ডের হয়ে ১০২টি ওয়ানডে খেলা ৪৫ বছর বয়সী ভিনসেন্ট এমন সিদ্ধান্তে দারুণ খুশি। নিজের ভুল শিকার করে অনুশোচনার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে।

ভিনসেন্ট বলেন, ‘আমি অনেক বছর আগে একটি ভয়ানক ভুল করেছিলাম যার জন্য আমি আমার বাকি জীবন গভীরভাবে অনুশোচনা করব। আমি যে ক্ষতি করেছি তার জন্য আমি খুবই অনুতপ্ত। ক্রিকেট পরিবেশে ফিরতে পারা মানে আমার কাছে বিশ্বজয়ের মতো। আবার ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।’

তিনি আরও বলেন, ‘আমি ইসিবি এবং ক্রিকেট ডিসিপ্লিন কমিটি এবং মিঃ জেরাল্ড ইলিয়াস সিবিই কেসিকে ধন্যবাদ জানাতে চাই আমার আবেদন বিবেচনা করার জন্য এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আইসিসি, এনজেডসি, এনজেডসিপিএ এবং অন্যান্য অনেক সংস্থার সাথেও যারা এই প্রক্রিয়া জুড়ে আমাকে সমর্থন করেছিলেন তাদের ধন্যবাদ। যারা আমাকে এই কঠিন সময়ে সমর্থন দিয়েছেন আমি তাদের কখনই ভুলব না।’

খেলার দুনিয়া | ফলো করুন :