বাংলাদেশের চাওয়া ‘অন্তত’ ২০০

বাংলাদেশের চাওয়া ‘অন্তত’ ২০০

মিরপুরে খেলা হলে উইকেটটা আলোচনায় থাকে বেশ। সেটা এবারও আছে। প্রথম দিনে যেভাবে টার্ন দেখা গেল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে, এরপর তো আরও বেশি। এমন উইকেটে অবশ্য কত রান নিরাপদ, তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। বাংলাদেশের চাওয়া যত লম্বা সময় ব্যাট করা যায়, তবে আরেকটু স্পষ্ট করে বললে, ২০০-২২০ এর আশেপাশে কিছু একটা করতে চায় দল।

দিনের খেলা শেষে নাঈম হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশাল্লাহ আমরা ডিফেন্ড করতে পারবো।’
উইকেট নিয়ে মূল্যায়নটা কী? একই প্রশ্ন গ্লেন ফিলিপসকেও করা হয়েছিল, তার উত্তরে সন্তুষ্টিই ঝরে পড়েছিল অনেকটা। একই সুর শোনা গেল নাঈমের কণ্ঠেও। তার কথা, ‘বোলিংয়ে সমস্যা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজকের ব্যাটিংয়ের জন্য উইকেটটা একটু ভালো ছিল।’

দিনের শুরুতে ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস মিলে বড় জুটিই গড়ে ফেলেছিলেন। তবে সেটা ভাঙেন নাঈম হাসান, যদিও মেহেদি হাসান মিরাজের ক্যাচটারও তারিফ করতে হবে। নাঈমও তার প্রশংসায় বললেন, ‘মিরাজ ভাইয়ের ক্যাচটা অনেক সুন্দর হয়েছে। ওরা তখন ভালো ব্যাটিং করছিল। ওই ক্যাচটা ম্যাচটা চেঞ্জ করে দিছে। এর পরের ওভারে (মিচেল) স্যান্টনার আউট হয়ে গেলো। ওটা ম্যাচে ভালো একটা চেঞ্জিং মুভমেন্ট ছিল। আর স্কোর যাই হোক আমরা ওটাই নিয়ে ফাইট করে জিতবো ইনশাল্লাহ।’

উইকেট নিয়ে সমালোচনা চলছেই, বিশেষ করে প্রথম দিনে ১৩ আর আজকে ৪ উইকেট স্পিনাররা দখল করে নেওয়ার পর। তবে নাঈমের অভিমত, উইকেট যেমনই হোক, ভালো খেলার দায়টা সবার ওপরই থাকে।


তার কথা, ‘উইকেট যাই হোক আমাকে খেলতে হবে, কোনো অযুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয় তাহলে কি আমি বলব আমি বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো টোটাল করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।’

সম্পর্কিত খবর