ভারতকে ফেভারিট বলতে চান না কপিল
দীর্ঘ এক যুগ পর ফের ঘরের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। ভারতকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে সমর্থকরা। বিশ্বকাপের আগে সমর্থকদের সেই স্বপ্ন আরও বাড়িয়েছে এশিয়া কাপে রোহিত শর্মার দলের পারফরম্যান্স। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ধসিয়ে শিরোপা জেতায় ভারতকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে সমর্থকরা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও দলটির কাছ থেকে আশা করেন তেমনটিই। তবে সমর্থকদের তিনি মনে করিয়ে দিয়েছেন বিশ্বকাপ জিততে ভাগ্যের সহায়তা প্রয়োজন পড়ে।
আসন্ন বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে কপিল বলেন, ‘সবার আগে আমাদের শীর্ষ চারে উঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে এটি ভাগ্যের ওপর নির্ভর করবে। ওখানে যে কোনো কিছুই হতে পারে।’
ঘরের মাটিতে ভারত ফেভারিট কিনা এমন প্রশ্নে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক বলেন, ‘আমরা এখনই বলতে পারি না যে আমরা ফেভারিট। তবে অবশ্যই আমাদের দল খুব ভালো। হৃদয় বলে অন্য কিছু, মন বলে না। আমাদের খুব পরিশ্রম করতে হবে। আমি আমাদের দলকে চিনি, তবে অন্যদের সম্পর্কে জানি না। তাই এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য অন্যায়।’