প্রোটিয়া ডেরায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই জয় তুলে বাংলাদেশের মেয়েরা। যা নিজেদের ইতিহাসের প্রথম জয়। সেই ইতিহাসটা সমৃদ্ধ হতে পারত আরও। সিরিজ জিতে প্রোটিয়া ডেরায় ইতিহাস গড়তে পারত জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপরও শেষটাই আশা ছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় হয়ে উঠেনি সেটি। বাংলাদেশের ৯৫ রানের টার্গেট ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। তাতে ১-১ সমতায় শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজ নির্ধারর্ণী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭ রানেই ৩ টপ অর্ডার ব্যাটারকের সাজঘরে ফেরায় প্রোটিয়ারা। হাল ধরতে এসে উইকেটে জমে যেতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। ২০ বলে ১১ রান করে ফিরতে হয় তাকে। তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিতে লড়াই চালিয়ে যান লতা মণ্ডল ও স্বর্ণা খাতুন। লতার ৬২ বলে ৪২ ও স্বর্ণার ১৬ বলে ২৩ রানে ভর করে ৬ উইকেট খরচায় ৯৪ রান তুলে বাংলাদেশের মেয়েরা। যদিও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং সহায়ক উইকেটে মোটেও যথেষ্ট ছিল না ওই না।
দায়িত্বটা নিতে হতো বোলারদের। আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া স্বর্ণাকে নিয়ে ছিল আশা। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠবেন তিনি; হবেন প্রোটিয়া ডেরায় রূপকথার নায়িকা। তবে শেষ পর্যন্ত আজ আর হয়ে উঠেনি সেটি। প্রোটিয়া অধিনায়ক লরা ওলভার্ড এদিন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশি বোলারদের। মাঝে দুই উইকেট তুলতে পারলেও বাংলাদেশের হার নিশ্চিত করে মাঠ ছাড়েন ওলভার্ড। ৪৯ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। সিরিজ জেতা না হলেও সিরিজ সেরার পুরস্কারটা ঠিকই নিজের করেছেন স্বর্ণা। ২৩ রান খরচায় ৫ উইকেট শিকার তার।
টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজের পালা। তিন ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। সিরিজের শেষ দুটি ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ ও ২৩ ডিসেম্বর।