জয় থেকে ৪৭ রান দূরে নিউজিল্যান্ড, বাংলাদেশের চাই ৪ উইকেট
মিরপুর টেস্ট দুলছে! জয়ের পাল্লা কখনো নিউজিল্যান্ডের দিকে। কখনো বাংলাদেশের পক্ষে। চতুর্থদিন চা বিরতি গেল নিউজিল্যান্ড জয়ের স্বপ্ন নিয়ে। আর বাংলাদেশ তখনো অপেক্ষায় মিরাকল কিছু ঘটানোর। ম্যাচ জয় থেকে এই সময় নিউজিল্যান্ড ছিল ৪৭ রান দুরে। সিরিজ ২-০ করতে বাংলাদেশের চাই আর মাত্র ৪ টি উইকেট। ৯০ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ড চা বিরতিতে গেল। জয়ের জন্য প্রয়োজন আর ৪৭ রান। তবে উইকেটে যেভাবে স্পিনাররা দাপট দেখাচ্ছেন তাতে বাকি এই ৪৭ রানকেই অনেক বড়কিছু মনে হচ্ছে।
ঢাকা টেস্ট জিততে নিউজিল্যান্ডের সামনে টার্গেট ছিল মাত্র ১৩৭ রানের। সামান্য টার্গেট। কিন্তু মিরপুরের স্পিনস্বর্গে এই রান করতেই নিউজিল্যান্ডের ব্যাটিংও বেহাল হয়ে গেল। তাইজুল ও মেহেদি মিরাজের স্পিনে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ডের ব্যাটিং। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে তাদের খুঁড়িয়ে পথচলা শুরু। মেহেদি মিরাজ ৩, তাইজুল ২ ও শরিফুল ১ উইকেট নিয়ে এই টেস্টে বাংলাদেশকে মিরাকল কিছু উপহার দেওয়ার ক্ষেত্র তৈরি করেন।
কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের শেষের সারির ব্যাটসম্যানরা ব্যাটিং সামাল দেওয়ার দক্ষতা দেখাচ্ছেন। আর এই দফায়ও গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের ত্রানকর্তা। অপরাজিত ১৯ রান নিয়ে খেলছেন কিউই এই ব্যাটসম্যান। অথচ ক্রমশ বিপদজনক হয়ে উঠা গ্লেন ফিলিপস ফিরতে পারতেন শূন্য রানেই। মেহেদি মিরাজের বলে শূণ্য রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ক্যাচে হাত লাগালেন তবে তালুতে রাখতে পারলেন না। শূণ্য রানে জীবন পাওয়া সেই গ্লেন ফিলিপস এখন নিউজিল্যান্ডকে ম্যাচ জয় এবং সিরিজে সমতা আনার স্বপ্ন দেখাচ্ছেন।
ঢাকা টেস্ট স্কোরকার্ড:
বাংলাদেশ প্রথম ইনিংস:
বাংলাদেশ ১৭২/১০ (৬৬.২ ওভারে, জাকির হাসান ৮, মাহমুদুল ১৪, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম হাসান ১৩, তাইজুল ৬, শরিফুল ১০, অতিরিক্ত ১৪ স্যান্টার ৩/৬৫, এজাজ ২/৫৪, ফিলিপস ৩/৩১)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৮০/১০ ( ৩৭.১ ওভারে, ল্যাথাম ৪. কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১৮, ব্লানডেল ০, ফিলিপস ৮৭, স্যান্টার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০, অতিরিক্ত ১১, মেহেদি ৩/৫৩, তাইজুল ৩/৬৪, নাঈম ২.২১, শরিফুল ২/১৫)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪৪/১০ ( ৩৫ ওভারে জাকির হাসান ৫৯, এজাজ ৬/৫৭)। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৯০/৬ (চতুর্থদিন চা বিরতিতে)