আমার জীবনের সবচেয়ে বাজে উইকেট: সাউদি
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটা শেষ এক দিন আগেই। তবে মাঝের বৃষ্টি আর দুই দিন বিকেলের আলোকস্বল্পতা বাগড়া না দিলে কয় দিন খেলা চলত, তা নিয়ে আছে সংশয়। উপমহাদেশের বাইরের দলের জন্য র্যাঙ্ক টার্নারের রেসিপি অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশের। এর পরও ম্যাচটা জিততে পারেনি স্বাগতিকরা।
এমন উইকেটকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট বলেই আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বললেন, ‘সম্ভবত আমার জীবনের সবচেয়ে বাজে উইকেট এটা। যেমনটা আমি বললাম, বল আর ব্যাটের মাঝে পার্থক্যটা ছিল বিশাল। উইকেটে বোলারদের প্রতি সাহায্যটা ছিল অনেক বেশি। ১৭০ ওভারে ম্যাচ শেষ, তো বুঝাই যাচ্ছে!’
তবে এমন উইকেটেও শেষমেশ জিতেছে তার দল নিউজিল্যান্ডই। তাই আনন্দটা সাউদির একটু বেশিই। তার কথা, ‘এই উইকেটে আমাদের লড়াই, শেষে ম্যাচ জেতাটা তাই বেশি আনন্দ দিচ্ছে।’
এখানেই তো শেষ নয়! নিউজিল্যান্ড হেরেই বসেছিল প্রথম টেস্টটা। দ্বিতীয় টেস্টটাও হেরে বসলে বাংলাদেশের বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ হারের বেদনায় পুড়তে হতো। এই মানসিক চাপটা সামলে, এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এমন জয়; সাউদির কণ্ঠে তাই ঝরে পড়ল স্বস্তি।
তার ভাষ্য, ‘বিশ্বের এই অংশে আপনি যখন আসেন, তখন বিশেষ করে আমাদের জন্য কাজটা বেশ কঠিন হয়, কারণ আমাদের জন্য এই কন্ডিশনটা বেশ অচেনা। টেস্টে আরও বেশি হয়। এখানে এসে, টসে হেরে এমন উইকেটে খেলেও জেতাটা খুবই তৃপ্তিদায়ক। অনেক খেলোয়াড় অবদান রেখেছে এই ম্যাচে, প্রথম টেস্টের পর সিরিজে সমতা ফেরাতে পেরে বেশ ভালো লাগছে।’