মুশফিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ইস্যুতে যা বললেন পাপন
ঢাকা টেস্টের প্রথম দিনে বলে হাত লাগিয়ে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ‘স্পট ফিক্সিং’য়ের অভিযোগ তুলেছিল দেশের একটি গণমাধ্যম। সে ঘটনার পর শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। এবার সে নিয়ে মুখ খুললেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তার অভিমত, অতীতে শাস্তি দিলে তা সাধারণ মানুষ মানেনি। সেসবই এমন ঘটনার পথ গড়ে দিয়েছে। তার ভাষ্য, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’
তবে এ বিতর্ক নিয়ে অবস্থান পরিস্কার করেননি পাপন। যদিও তিনি জানান, নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়ে তিনি বলেন, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, এর আগেও বলেছি কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। নিতে তো হবে?’
তার অভিমত, দেশের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কথা বলা হচ্ছে, ‘আপনি যে ঘটনাটা বলছেন…একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই মানুষ বেশি খেত। গ্রহণযোগ্য ছিল। আমি জানি না, আপনারা তো সাংবাদিক খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু উল্টা কথাও বলছে। এরা কিন্তু ক্রিকেটের ধ্বংস করার জন্য কথা বলছে। এই রকম কথাও বলছে কন্টিনিয়াসলি। আমরা তো এই জিনিসটাই চাচ্ছি, আমরা এর জন্য অপেক্ষায়। তারপর বিসিবির যা করার তা তো করবেই।’
মুশফিকের প্রতি অভিযোগের আঙুল তোলা সে প্রতিবেদনের সমালোচনায় বলেন, ‘সবকিছুর একটা লিমিট আছে। যখন লিমিটটা ক্রস করে যায় তখন মানুষ বুঝে আসলে এটা সাংবাদিকতা না।’
এ প্রতিবেদনের আগে নানা ধরনের বিতর্কিত প্রতিবেদন তৈরি করেছিল ওই গণমাধ্যম। পাপন সেসবও টানলেন আজ, ‘আমি অনেক দিন ধরেই দেখছি ডাহা মিথ্যা। এরপর আর কিছু বলার নাই। এখন আর কিছু পায় না, তাই প্লেয়ারদের ধরছে। এদের অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার।’