ক্ষমা চেয়ে তানজিম সাকিব বললেন, ‘আমি নারীবিদ্বেষী নই’

ক্ষমা চেয়ে তানজিম সাকিব বললেন, ‘আমি নারীবিদ্বেষী নই’

‘স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়’ – কথাগুলো নিজের ফেসবুকে বছরখানেক লিখেছিলেন সদ্য অভিষিক্ত তানজিম হাসান সাকিব। অভিষেকের পর এমন পোস্ট আবারও ভাইরাল হলে তোপের মুখেই পড়ে যান তরুণ এই পেসার। তবে সে পোস্টের জন্য তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব নিজে বিসিবিকে জানিয়েছেন, ‘আমি নারীবিদ্বেষী নই’।

গেল সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক তার। দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। এরপর শেষ ওভারের চাপ সামলে দলকে এনে দিয়েছেন ৬ রানের দারুণ এক জয়। তবে সে প্রশংসার রেশ কেটে গেছে সপ্তাহ না ঘুরতেই। পোস্ট ভাইরাল হওয়ায় তিনি পড়ে যান তোপের মুখে।

গেল বছর এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ এরও আগে তিনি তার ফেসবুকে লিখেছিলেন, ‘ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

তা আবারও সামনে আসতেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। এরপর গত সোমবার বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস জানান, ‘আমাদের নজরে এসেছে বিষয়টি, আমরা এটা খতিয়ে দেখছি।’

একদিন পর জানা গেল এ বিষয়ে বিসিবির অগ্রগতি। আজ মঙ্গলবার জালাল ইউনুস গণমাধ্যমকে জানান তারা তানজিমের সঙ্গে আলাপ হয়েছে বিসিবির। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম।’

ব্যক্তিগত জীবনে তানজিম সাকিব ‘নারীবিদ্বেষী’ নন, বিসিবিকে জানিয়েছেন তিনি নিজেই। জালাল ইউনুস বলেন, ‘তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সেজন্য দুঃখিত। একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যে পোস্ট ছিল। সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।’

তাকে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবি কর্তা। তার কথা, ‘আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও শঙ্কিত। তারাও দুঃখিত। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, যেহেতু সে তরুণ ছেলে। আমরা মনিটর করব। যদি কিছু থাকে আমরা তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব।’

পরিশেষে, তানজিম সাকিব বিসিবির কাছে এ বিষয়ে ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন জালাল, ‘সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে পোস্টগুলো। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। তার সঙ্গে আমারা আলাপ আলোচনা করব। জাতীয় দলের কোড অব কন্ডাক্টে ব্যাপার আছে, এসব তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে।’

সম্পর্কিত খবর