নিউজিল্যান্ডের পথে আফিফ-সৌম্যরা

  • নিউজরুম এডিটর
  • ১২:০৩ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৩

আক্ষেপ নিয়ে টেস্ট সিরিজ শেষ হয়েছে! সিলেটে প্রথম টেস্ট জয়ের পর ছিল সিরিজ জয়ের হাতছানি। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষটাতে সমীকরণ মিলল না! ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতা হলো না নাজমুল হোসেন শান্তদের। নিজেদের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজও জেতা হয়নি তাদের।

এবার বাংলাদেশের সামনে নিউজিল্যান্ডের মাঠে কঠিন পরীক্ষা। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের লড়াই। এই মিশনে লড়তে প্রথম দফায় টাইগারদের ক্রিকেটারদের একটি অংশ দেশ ছাড়ল শনিবার রাতে। টেস্ট দলে না থাকা লিটন দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেনরা উড়াল দিলেন নিউজিল্যান্ডের পথে। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরের সঙ্গে নিউজিল্যান্ডে গেলেন সহকারী কোচ নিক পোথাস।

সোমবার দলে থাকা বাকি ক্রিকেটাররাও তাদের পথ ধরবেন।

১৭ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই। সাকিব আল হাসান নেই এই মিশনে। তিনি ইনজুরিতে। সঙ্গে নির্বাচনী ব্যস্ততা তো আছেই। তার না থাকায় দুই ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার রাতে বিমানবন্দরে সৌম্য-আফিফ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের ঘিরিিছিল উন্মাদনা। একইসঙ্গে দেশ ছাড়েন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা।

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম পাচ্ছেন। সোমবার মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা দেশ ছাড়বেন।

১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে ও শেষ ম্যাচ হবে নেপিয়ারে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

খেলার দুনিয়া | ফলো করুন :