দ্রাবিড় থাকছেন কিনা সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা সফর শেষে

  • নিউজরুম এডিটর
  • ০৪:১৯ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৩

বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে মেয়াদ শেষ হয় ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। এরপর শুনা গিয়েছিল প্রধান কোচের ভূমিকায় আর থাকতে চান না তিনি। যদিও পরে দেখা গেছে ভিন্ন চিত্র। নতুন করে তাকেই প্রধান কোচের ভূমিকায় রেখে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করে ভারত। যদিও জানানো হয়নি নতুন মেয়াদে ঠিক কতদিন প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।

এ নিয়ে তৈরি হচ্ছিল ধোঁয়াশা। অবশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সেটা পরিষ্কার করেছেন বিসিসিআই মহাসচিব জয় শাহ। জানিয়েছেন আপদকালীন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়েছে দ্রাবিড়কে। সফর শেষেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

দ্রাবিড়ের চুক্তি নিয়ে শাহ বলেন, ‘আমরা তার মেয়াদ বর্ধিত করেছি কিন্তু এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। আমরা আসলে বিশ্বকাপের পর তেমন একটা সময় পাইনি। আমরা কোচিং স্টাফদের সাথে একটি মিটিং করেছি এবং পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে তারা চালিয়ে যাবে। তারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর আমরা বসে তাদের নিয়ে সিদ্ধান্ত নেব।’

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে আজ থেকে। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ভারত। এরপর রয়েছে দুটি টেস্ট।

খেলার দুনিয়া | ফলো করুন :