সুযোগটা বুঝি হেলায় হারালেন সোহান!

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:০১ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৩

 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮ বলে ২৯। দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ১০। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৬ বলে সাত। দ্বিতীয় ইনিংসে তিন বলে শূণ্য। সব মিলিয়ে চার ইনিংসে ৪৬ রান। সবশেষ তিন ইনিংসে ১৭ রান। নুরুল হাসান সোহান ব্যর্থ; একেবারেই ব্যর্থ। 

কিউইদের বিপক্ষে সে সুযোগ পেয়েছেন সেটা একেবারে হেলায় নষ্ট করলেন। বলা যায় ব্যাটিং নিয়ে তার খেয়ালিপনায় শুধুই তিনি ব্যর্থ হয়েছেন তা না, ঢাকা টেস্টে জয়ের সম্ভাবনা নষ্ট করেছেন উইকেট বিলিয়ে দিয়ে এসে। 

লিটন দাসের বিশ্রামের কারণে সুযোগ এসেছিলো এই উইকেট কিপার ব্যাটারের। উইকেটের পেছনের দায়িত্বটা ঠিকঠাক পালন করলেও ব্যাট হাতে মেটাতে পারেননি দলের চাহিদা। এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

শনিবার একটি বেসরকারি টেলিভিশনের এক টক শো-তে সোহানের আউট হওয়ার ধরণ দেখে আশরাফুল বলেন, তিনি সোহানের গেম সেন্সের অভাব দেখছেন। দায়ী করছেন ভুল শট খেলাকেও। 

শট সিলেকশন এবং এমন উইকেটে ক্রিজে এসেই মারতে চাওয়াটা যে বেশ বিপদজ্জনক সেটাই মনে করিয়ে দিয়েছেন আশরাফুল। সোহানের হয়েছেও তা। বারবারই উইকেটে এসে তাড়াহুড়ো দেখিয়েছেন এবং প্রতিবারই হিতে বিপরীত হয়েছে। 

এখানেই আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটের তফাৎ দেখছেন আশরাফুল। কারণ সদ্য শেষ হওয়া এনসিএলেও টানা দুটো সেঞ্চুরি করে দলে এসেছেন সোহান। তবে সোহানের মতো অভিজ্ঞ ক্যাম্পেইনারের এমন ব্যাটিং তাকে হতাশ করেছে বেশ। 

কিউইদের বিপক্ষে সব গুলো ইনিংসেই আটে ব্যাট করেছেন সোহান। যেখানে তার বড় কাজটা ছিলো ওপরের দিকের টিকে থাকা ব্যাটারকে সাপোর্ট দেওয়া এবং ক্রিজে টিকে থেকে নিচের দিকের ব্যাটারদের নিয়ে দ্রুত রান তোলা। আপাতত চার ইনিংসের তিনটায় ব্যর্থ। এমন পারফর্ম্যান্সের পর লিটন দাস ফিরলে সোহানের স্কোয়াডে থাকার সম্ভাবনাই যেনো অনেক বেশি কমে গেলো।

খেলার দুনিয়া | ফলো করুন :