বিশ্বকাপ ব্যর্থতার জেরে তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে

বিশ্বকাপ ব্যর্থতার জেরে তদন্ত কমিটির মুখোমুখি হাথুরুসিংহে

সবকিছু ঠিকঠাক চললে এখন বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের পঞ্চম দিন চলার কথা। কিন্তু টেস্ট শেষ হয়ে গেছে চতুর্থ দিনেই। পঞ্চম দিনে কোচ হাথুরুসিংহে তাই টিম হোটেলে। সেখানে কী করছেন? দলের একাংশ তো এখন নিউজিল্যান্ডে! আর বাকি অংশ আছে ছুটির মেজাজে।

কোচ এখানে মুখোমুখি হয়েছেন তদন্ত কমিটির। বিশ্বকাপ ব্যর্থতার কারণে এনায়েত হোসেন সিরাজকে চেয়ারম্যান বানিয়ে বাকি দুই সদস্য মাহবুব আনাম ও আকরাম খানকে নিয়ে গঠন করা হয় তদন্ত কমিটি। তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হাথুরু। বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। 

গত ২৯ নভেম্বর বিশ্বকাপ ব্যর্থতার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিসিবি। এরপর থেকেই চলছে কার্যক্রম। প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন কমিটির। বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে ভারতে থাকা দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে আলাপ হয়েছে। এরপর একে একে ক্রিকেটারদেরও ডেকেছে এই কমিটি।

যদিও অধিনায়ক সাকিব আল হাসানকে এখনো ডাকা হয়নি কমিটির। বিশ্বকাপ শেষের আগেই আঙুলের চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় সাকিবের। এরপর থেকেই তিনি আছেন ক্রিকেটের বাইরে। বর্তমানে তিনি ১২শ জাতীয় নির্বাচনে অংশ নিতে ব্যস্ত নিজ নির্বাচনী এলাকা মাগুরায়।

এর আগে গেল অক্টোবর-নভেম্বরে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। হারিয়েছে কেবল আফগানিস্তান আর শ্রীলঙ্কাকে, হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। তারই ফলে বিশ্বকাপের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত খবর