আবাহনীর গড়া ইতিহাস ছোঁয়ার এক ধাপ দূরে বসুন্ধরা

আবাহনীর গড়া ইতিহাস ছোঁয়ার এক ধাপ দূরে বসুন্ধরা

২০১৯ এএফসি কাপে ইতিহাসটা গড়েছিল আবাহনী লিমিটেড। প্রথম বাংলাদেশি দল হিসেবে খেলেছে এএফসি কাপ নকআউটে। এবার সে কীর্তির সামনে বসুন্ধরা কিংস। আজ উড়িষ্যা এফসির মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে দলটির প্রয়োজন স্রেফ একটা পয়েন্ট। তাহলেই দ্বিতীয় বাংলাদেশি দল হিসেবে বসুন্ধরা চলে যাবে নকআউটে।

এই উড়িষ্যার বিপক্ষে জয়ও আছে বসুন্ধরার। এবারের আসরে হোম ম্যাচটায় অস্কার ব্রুজনের শিষ্যরা পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছিল ৩-২ গোলে। পাঁচ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ১০ আর ওড়িশার ৯। এবার তাদের মাঠে হার এড়াতে পারলেই কেল্লাফতে। 

ম্যাচটা খেলতে গতকালই ভুবনেশ্বরে পৌঁছে গেছে বসুন্ধরা। তবে তার আগে দলটাকে পড়তে হয়েছে নানা প্রতিকূলতার মুখে। ফ্লাইট দেরি হয়েছে, সঙ্গে সেখানে গিয়ে পড়তে হয়েছে হোটেল নিয়ে সমস্যাতেও। এর আগে ভিসা নিয়েও বিপত্তি বেধেছিল দলটির।

সেসব একপাশে রেখে এখন বসুন্ধরার লক্ষ্য স্রেফ একটা ইতিবাচক ফলাফল। তবে কোচ অস্কার জানিয়েছেন, ড্র নয়, তার লক্ষ্য পুরো তিন পয়েন্ট। 

রবিবার সংবাদ সম্মেলনে বসুন্ধরার স্প্যানিশ কোচ  বলেন, ‘কঠিন ম্যাচ, সেটা দুই দলের জন্যেই। আক্রমণাত্নক খেলাটা দুই দলেরই সহজাত খেলা। এখানে কেউই সময় নষ্ট করতে চাইবে না। দুই দল একে অন্যকে ভালোভাবেই জানে। আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। ড্রয়ের জন্য নয়, তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে আমাদের। জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।’

অধিনায়ক রবসন রবিনিও বললেন একই সুরে, ‘এই প্রথমবার আমরা সবদিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে।  বাছাই পর্ব পেরোতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কাজটা কঠিন। তবে তা করতে হবে দেশ, ক্লাব ও সমর্থকদের জন্য।’

 

সম্পর্কিত খবর