পরিত্যক্ত ম্যাচ, গাভাস্কার চটেছেন প্রোটিয়া বোর্ডের ওপর

পরিত্যক্ত ম্যাচ, গাভাস্কার চটেছেন প্রোটিয়া বোর্ডের ওপর

ডারবানের বৃষ্টিতে ভেস্তে গেছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও। যা নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ ঝেড়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

বৃষ্টি থেকে বাঁচতে উইকেট ঢেকে ফেলা হয়েছিল কাভারে। তবে মাঠের বাকি অংশ ডাকা হয়নি। এরপর বৃষ্টি থামলেও আউট ফিল্ড ভেজা থাকার কারণে বল মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচ দেখতে আসা সমর্থকদের ফিরতে হয়েছে হতাশা নিয়ে। যা নিয়েই এবার ক্ষোভ ঝেড়েছেন গাভাস্কার।

পুরো ক্রিকেট মাঠ কভার না করার জন্য প্রোটিয়া ক্রিকেট বোর্ডের নিন্দা করে গাভাস্কার বলেন, ‘যদি মাঠ খোলা থাকে এবং বৃষ্টি থেমে যায়, তবুও এক ঘণ্টার মধ্যে আর খেলা শুরু হবে না। এরপর যদি হঠাৎ আবার বৃষ্টি হয়। তবে তো খেলাই বাদ।’

এরপর তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সব ক্রিকেট বোর্ড প্রচুর অর্থ পাচ্ছে। সব ক্রিকেট বোর্ডের কাছে প্রচুর টাকা আছে। তারা যদি তা অস্বীকার করে তবে তা ডাহা মিথ্যা। তাদের কাছে বিসিসিআই-এর মতো এত টাকা নাও থাকলেও তা পুরো মাঠের কভার কেনার জন্য যথেষ্ট।’

দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল রাত নটায়। যেখানে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এই সিরিজে খেলছেন না দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

সম্পর্কিত খবর