এশিয়া কাপে দ্বিতীয় জয় বাংলাদেশ যুবাদের

এশিয়া কাপে দ্বিতীয় জয় বাংলাদেশ যুবাদের

সংযুক্ত আরব আমিরাতকে হারানো পর এবার জাপানের বিপক্ষেও প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯৯ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তাদের দেওয়া সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। তাও মাত্র ১১.২ ওভারে। এ জয়ে গ্রুপ বি তে শীর্ষে উঠে এসেছে মাহফুজুর রাহমান রাব্বির দল।

দুবাইয়ে টসে জিতে জাপানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুটা নেহায়েত খারাপ হয়নি জাপানের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি। দলটির কোনো ক্রিকেটারই বলার মতো রান না পেলেও লম্বা সময় বাংলাদেশকে ভুগিয়েছে।

জাপানকে অলআউট করতে মোট ৪৭.১ ওভার বল করতে হয়েছে বাংলাদেশি বোলারদের। জাপানের হয়ে সর্বোচ্চ ১৮ ও ১৭ রান করেন নিহার পারর্মার ও কেইফার লাকে। বাংলাদেশি বোলারদের মধ্যে প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা।

সহজ লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। জিসান ১৬ বলে ১ ছয় ও ৪ চারে ২৯ রানে সাজঘরে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শিবলি। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শিবলি। ১০ রান আসে তাকে সঙ্গ দেওয়া রিজওয়ানের ব্যাট থেকে।

সম্পর্কিত খবর