বিপিএল শুরু ১৯ জানুয়ারি, ফাইনাল ১ মার্চ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিযোগিতার নতুন সংস্করণ। ১৯ জানুয়ারি শুরু হবে ৭ দল আর ৪৬ ম্যাচের এই ক্রীড়াযজ্ঞ, ফাইনাল ১ মার্চ।
বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের। ২৩ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচের মাধ্যমে শেষ হবে লিগ পর্ব।
আগামী ২৫ ফেব্রুয়ারি লিগ পর্বের তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এলিমিনেটর, একইদিনে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দুই দল। আর ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে লড়বে এলিমিনেটরের বিজয়ী দল ও প্রথম কোয়ালিফাইয়ারের বিজিত দল।
বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যান্য দিন দুপুর দেড়টা থেকে শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবারে আধা ঘণ্টা করে পিছিয়ে যাবে ম্যাচ শুরুর সময়।
১৯ জানুয়ারি ঢাকা পর্ব দিয়ে শুরু হবে বিপিএল। এই পর্বে ৮ ম্যাচ খেলার পর দলগুলো পাড়ি জমাবে সিলেটে, সেখানে ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ১২ ম্যাচ।
সিলেটের পাট চুকিয়ে আবার ঢাকায় ফিরবে বিপিএল উৎসব। প্রথম পর্বের মতো এবারও ৮টি ম্যাচ হবে ঢাকায়। এরপর দলগুলোর ঠিকানা হবে চট্টগ্রাম। লিগ পর্বের শেষদিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বন্দরনগরীতে।
সেখান থেকে শেষবারের মতো ঢাকায় ফিরবে বিপিএল। ঢাকায় লিগ পর্বের শেষ ম্যাচডে'র খেলা হবে। এরপর প্লে-অফ পর্বে কোয়ালিফাইয়ার, এলিমিনেটর মিলিয়ে তিন ম্যাচ শেষে আগামী ১ মার্চ আসরের ফাইনালও ঢাকাতেই অনুষ্ঠিত হবে।