চার স্পিনার নিয়ে ভারত সফরে ইংল্যান্ড
পাঁচ টেস্টের সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে ভারত সফর করবে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ভারতের স্পিনসহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখে চার স্পিনার রেখে দল সাজিয়েছে তারা।
চার স্পিনারের মধ্যে নিয়মিত মুখ জ্যাক লিচ এবং রেহান আহমেদদের সঙ্গে রয়েছেন টম হার্টলি এবং সমারসেটের হয়ে মাত্র ছয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা শোয়েব বশির।
ভারতে দলের পেস আক্রমণ সামলাবেন জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, ওলি রবিনসনরা। এদিকে এই বছর অ্যাশেজের দলে না থাকলেও এই সিরিজ দিয়ে আবার ইংল্যান্ডের সাদা পোশাকের দলে ফিরেছেন উইকেটকিপার বেন ফোকস। চোট কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন ওলি পোপও। দলে জায়গা হারিয়েছেন ক্রিস ওকস, লিয়াম ডসন ও উইল জ্যাকসরা।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড