লাল কার্ডে হৃদয় ভাঙল বসুন্ধরার

লাল কার্ডে হৃদয় ভাঙল বসুন্ধরার

২০২১, মোহনবাগান, সুশান্ত ত্রিপুরা। কিছু মনে পড়ছে? এএফসি কাপের গ্রুপ পর্বে ২০২১ সালে শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা কিংসের সমীকরণ ছিল, ম্যাচটা জিততেই হবে। অথচ সেই ম্যাচে প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুশান্ত ত্রিপুরাকে। ম্যাচটা ১-১ গোলে ড্র করে বসুন্ধরা, সেখানেই শেষ হয় বসুন্ধরার এএফসি কাপ যাত্রা।

সেই ঘটনারই যেন অ্যাকশন রিপ্লে দেখা গেল এবার ভুবনেশ্বরে, প্রতিপক্ষ আরেক ভারতীয় ক্লাব উড়িষ্যা এফসি। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখলেন আসরার গফুরভ। মাঝমাঠে উড়িষ্যার আহমেদ জাহুহকে পেছন থেকে ফাউল করে বসেন গফুরভ। তার দুই পায়ে করা সে চ্যালেঞ্জ দেখে রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজনও।

ফলাফল? ২০২১ সালের মতো আরও একবার লাল কার্ড ফাঁড়ায় শেষ হলো বসুন্ধরা কিংসের এএফসি কাপ যাত্রা। পুরো একটা অর্ধ ১০ জন নিয়ে খেলে উড়িষ্যার মতো শক্ত প্রতিপক্ষকে আটকে রাখার কাজটা কঠিন বটে! সে কাজটা শেষ পর্যন্ত করতে পারল না বসুন্ধরা কিংস, হেরে গেল ১-০ গোলে। হার এড়াতে পারলেই নকআউট, এমন সমীকরণের ম্যাচে বসুন্ধরার কপালে হারই জুটল।

প্রথমার্ধে উড়িষ্যার সঙ্গে লড়াইটা ঠিকঠাক করছিল বসুন্ধরা। বল দখল এবং আক্রমণে পিছিয়ে থাকলেও ম্যাচে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিল ভালোমতোই। তবে যোগ করা সময়ে লাল কার্ড তাদের ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয়। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলার ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি ব্রুজনের শিষ্যরা।

এই অর্ধের ৬১ মিনিটে কর্নার থেকে মুরতাদা ফালের হেডারে জয়সূচক গোলটি পেয়ে যায় উড়িষ্যা। আর এই জয় দিয়ে বসুন্ধরা কিংসকে টপকে এএফসি কাপের ইন্টার-জোনাল প্লে-অফ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্লাবটি। আরও একবার এএফসি কাপ থেকে শুন্য হাতে ফিরতে হয়েছে দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংসকে।

সম্পর্কিত খবর