আইপিএল নিলামে বাংলাদেশের তিন পেসার

আইপিএল নিলামে বাংলাদেশের তিন পেসার

আসন্ন আইপিএল সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। যেখানে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে গত আসরে নিলামে দল পাওয়া লিটন দাস ও সাকিব আল হাসনের কেউই এবার নিজেদের নাম নিবন্ধন করেননি।

তিন পেসারের নাম ৩৩৩ জনের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েও বাংলাদেশ থেকে নিজেদের নাম নিবন্ধন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। যদিও শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তাদের।

মুস্তাফিজ অবশ্য গত আসরেও খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে আসন্ন আইপিএলের জন্য তাকে ধরে রাখেনি তার দল। ফলে নতুন করে দল না পেলে আসন্ন আইপিএলে খেলা হচ্ছে না তার। আসন্ন আইপিএলের জন্য তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

বাংলাদেশের বাকি দুই ক্রিকেটারের মধ্যে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। অন্যদিকে শরিফুল জায়গা পেয়েছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে। তবে তাদের কেউ শেষ পর্যন্ত দল পান কিনা তা জানা যাবে আগামী ১৯ ডিসেম্বর। কদিন আগে অবশ্য মেয়েদের আইপিএল নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

সম্পর্কিত খবর