আইপিএল দিয়ে ফিরছেন পান্ত

আইপিএল দিয়ে ফিরছেন পান্ত

অবশেষে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন রিশভ পান্ত। সব ঠিক থাকলে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে দেখা যাবে তাকে। দিতে পারেন দলকে নেতৃত্বও। তবে উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা পান্ত; সেটা অবশ্য নিশ্চিত নয় এখনও।

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন পান্ত। এরপর খেলতে পারেননি ২০২৩ আইপিএল। দুর্ঘটনায় ডান হাঁটুর তিনটি মূল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময় ধরে নিতে হয়েছে চিকিৎসা। অস্ত্রোপচার করিয়ে দীর্ঘদিন বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে গেছেন পান্ত। তবে আশার কথা এখন তিনি অনেকটাই ফিট।

ব্যাট হাতে নিয়মিতই করছেন নেট প্র্যাকটিস। উইকেটকিপিং করছেন কিনা সেটা অবশ্য নিশ্চিত নয়। তাই আসন্ন আইপিএলে তাকে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সেটি হলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আইপিএল দিয়েই ফের ক্রিকেটে ফিরবেন তিনি।

দিল্লির অধিনায়ক হওয়ার পর তার নেতৃত্বে ১৪টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে তার দল। হেরেছে ৯টিতে। তবে সেই পরিসংখ্যান এবার পাল্টে দেবেন পান্ত; এমনটাই বিশ্বাস দিল্লি ম্যানেজমেন্টের।

সম্পর্কিত খবর