তাসকিনে নজর আটকে গেছে কলকাতার
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বেশ পুরনো। লম্বা সময় এই ফ্র্যাঞ্চাজির হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজিটিতে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাসও। তবে আসন্ন আইপিএল নিলামের আগেই কলকাতা বাদ দিয়েছে সবশেষ মৌসুমে খেলা লিটনকে।
তাই ধারণা করা হচ্ছিল এবার হয়তো ফ্র্যাঞ্চাইজিটিতে দেখা যাবে না বাংলাদেশি কোনো ক্রিকেটারকে। যা নিয়ে খানিকটা হতাশায় ছিল বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। তবে তাদের সেই হতাশা দূর হতে পারে আনন্দবাজারের খবরে। ভারতের সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, আসন্ন আইপিএলের নিলাম থেকে তাসকিন আহমেদকে পেতে বিড করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
মূলত, নিলামের আগেই মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। বাদ পড়েছেন টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদব, শার্দূল ঠাকুরের মতো তারকা পেসাররা। তাই স্বাভাবিকভাবেই দলে তৈরি হয়েছে পেসারদের ঘাটতি। যা পূরণেই বেশ কয়েকজন পেসারের দিকে চোখ পড়েছে ফ্র্যাঞ্চাইজিটির। যেই তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে তাসকিন আহমেদ।
সাম্প্রতিক সময়ে বোলিংয়ে বেশ উন্নতি করেছে তাসকিন। বিশ্বকাপে সে অর্থে নজর কাড়তে না পারলেও তার গতি ও বোলিং বৈচিত্র বেশ ভালো লেগেছে ফ্র্যাঞ্চাইজিটির। তাছাড়া আন্তর্জাতিক মঞ্চেও বেশ পরীক্ষিত তাসকিন। তার বোলিং বেশ কার্যকরী হতে পারে ভারতীয় উপমহাদেশের কন্ডিশনে; এমনটাই মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সে কারণেই মূলত, তার জন্য বিড করতে চায় কলকাতা। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।
তাসকিন ছাড়াও এবারের আইপিএল নিলামের ৩৩৩ জনের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ১৯ ডিসেম্বর। সেখানেই জানা যাবে আসন্ন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কে থাকছেন।