রেফারিকে ঘুষি দিয়ে আটক ক্লাব সভাপতি

রেফারিকে ঘুষি দিয়ে আটক ক্লাব সভাপতি

তুর্কি সুপার লিগে রেফারিকে ঘুষি দেয়া আঙ্কারাগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচাকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১১ ডিসেম্বর) তুর্কি লিগে রিজেসপোরের বিপক্ষে আঙ্কারাগুচুর ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে নেমে রেফারির উপর চড়াও হন এই ক্লাব সভাপতি।

ওই ঘটনার জেরে তুর্কি ফুটবল ফেডারেশন দেশটির সব পর্যায়ের সব লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এছাড়া আঙ্কারাগুচুর সভাপতিকে শাস্তির আওতায় আনার ঘোষণাও দেয় তারা। অভিযুক্ত সভাপতি ফারুক কোচার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।

পরে দেশটির বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চের বরাত দিয়ে বিবিসি জানায়, ফারুক কোচাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

উল্লেখ্য, সোমবার রিজেসপোরের বিপক্ষে ম্যাচের ৯৭ মিনিটে গোল হজম করে ১-১ ড্র করে আঙ্কারাগুচু। ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরপরই মাঠে প্রবেশ করেন আঙ্কারাগুচুর সভাপতি ফারুক। নেমে রেফারির মুখে ঘুষি মেরে বসেন তিনি। আচমকা আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন রেফারি হালিল উমুত মেলের।

এই ঘটনার পর আঙ্কারাগুচুর সমর্থকরা গ্যালারি থেকে মাঠে অনুপ্রবেশ করেন। এই হট্টগোলের মধ্যে রেফারিকে লাথিও মেরেছেন এক ব্যক্তি। তবে সে ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা।

ফুটবল মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখে খুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। বিষয়টি নিয়ে এক্স-এ করা এক পোস্টে এরদোয়ান লিখেছেন, ‘খেলা হচ্ছে শান্তি এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। খেলার সঙ্গে সহিংসতার কোনো সম্পর্ক নেই। তুরস্কে খেলাধুলায় কোনো ধরনের সহিংস ঘটনা আমরা বরদাশত করব না।’

উল্লেখ্য, চলতি মৌসুমে ১৫ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে রিজেসপোর, ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আঙ্কারাগুচু।

সম্পর্কিত খবর