ইউরোপা মিস ‘রাজা’দের
রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগের রাজা হয়, তাহলে ইউরোপা লিগ কাদের? উত্তরে একটাই নাম আসবে, সেভিয়া। তবে সেই সেভিয়া এবারের ইউরোপা লিগে খেলতে পারছে না।
প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া, গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাওয়া, এরপর ইউরোপার শিরোপা জেতা… সেভিয়ার বার্ষিক রুটিনটা যেন এমনই।
কিন্তু সেই রুটিনে ছেদ পড়ল এবার, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে লেঁসের কাছে হেরেছে ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল খেলা হচ্ছে না, তা আগেই নিশ্চিত ছিল, এবার ইউরোপাও হাত ফসকে যায় সেভিয়ার।
ইউরোপা খেলতে হলে লেঁসের বিপক্ষে গতকাল জিততেই হতো সার্জিও রামোসদের। তবে সেটার বদলে তারা উলটো পিছিয়েই পড়ে। সার্জিও রামোসের গোলে যেই না আশার আলো দেখছিল দলটা। শেষ মুহূর্তে গোল হজম করে হেরেই যায় স্প্যানিশ দলটা।
এই হারের ফলে ইউরোপে এই মৌসুমে আর দেখা মিলছে না সেভিয়ার। ইউরোপায় তো নয়ই! টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটাকে ছাড়াই এবার মাঠে গড়াবে ইউরোপার নকআউট।