ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী-মোহামেডান 

ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী-মোহামেডান 

গতবারের ফেডারেশনের কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেই ম্যাচে জিতেছিল মোহামেডান। ফেডারেশন কাপের আসন্ন এবার গ্রুপ পর্বেই মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ এর ১০ দল নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন এই আসর। 

১০ দল খেলবে তিন গ্রুপে ভাগ হয়ে। আজ (বুধবার) বিকেল চারটায় বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় ড্র। সেখানে গ্রুপ ‘বি’-থেকে লড়বে আবাহনী ও মোহামেডান। গ্রুপের বাকি দুই দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। অন্যদিকে, বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে গ্রুপ ‘সি’-তে। সেই গ্রুপের বাকি দুই দল শেখ রাসেল ও ফর্টিস ফুটবল। 

তিনটি ভেন্যুতে চলবে আসন্ন এই টুর্নামেন্টটির ম্যাচগুলো। কিংস অ্যারেনা ছাড়াও বাকি দুই ভেন্যু শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সিগঞ্জ। 

এক নজরে ফেডারেশন কাপ ২০২৩-২৪ এর গ্রুপগুলো।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ, রহমতগঞ্জ এমএফএস। 

গ্রুপ ‘বি’: আবাহনী লিমিটেড,মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

গ্রুপ ‘সি’: বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ, ফর্টিস ফুটবল ক্লাব লিঃ। 

 

সম্পর্কিত খবর