পুঁচকে অ্যান্টওয়ার্পের কাছে হেরেও গ্রুপসেরা বার্সা

  • আপন তারিক
  • ১১:৩৯ এএম | ১৪ ডিসেম্বর, ২০২৩

রয়্যাল অ্যান্টওয়ার্পকে উড়িয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমটা শুরু করেছিল বার্সেলোনা। এরপর সেই অ্যান্টওয়ার্প আর একটা ম্যাচেও জিততে পারেনি। পারল এসে শেষ ম্যাচে, তাও আবার বার্সেলোনার বিপক্ষে। ৩-২ গোলের এই হারের পরও অবশ্য বার্সা গ্রুপসেরা হয়েই যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে।

বুধবার রাতে 'এইচ' গ্রুপের ম্যাচে বেলজিয়ান ক্লাবটির মাঠে শুরুর একাদশে আটটা পরিবর্তন নিয়ে ম্যাচে নেমেছিল বার্সা। শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। ২ মিনিটে ওরিয়ল রোমেউয়ের পা থেকে বল কেড়ে নিয়ে জালে বল জড়ান অ্যান্টওয়ার্প ফরোয়ার্ড আর্থার ভেরমিরেন। সময়ের সাথে সাথে বার্সা গুছিয়ে উঠছিল, এরপর সমতায় ফেরে ৩৫তম মিনিটে। লামিনে ইয়ামালের বাড়ানো বল থেকে গোল করেন ফেরান তরেস। ১-১ সমতায় থেকে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ভিনসেন্ট ইয়ানসেন বল জালে পাঠান বার্সার, তবে অফসাইডের কারণে গোলটা পায়নি অ্যান্টওয়ার্প। এরপর গোল বার্সাও পেতে পারত। ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পথেই ছিলেন, কিন্তু তার শট বাধা পায় পোস্টে। ৫৩তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেও সার্জি রবার্তো পার পেয়ে যান ভিএআরের কল্যাণে।

প্রথম গোলটা রোমেউর ভুল থেকে হজম করেছিল বার্সা। এরপর ৫৬তম মিনিটে দ্বিতীয় গোলটাও হজম করে তারই ভুলে। রোমেউ বল হারান আলহাসান ইউসুফের কাছে। তার পাস পেয়ে নিশানা ভেদ করেন ইয়ানসেন। 

বার্সা আবারও সমতা ফেরায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। মার্ক গিউ গোল করে আশা দেখাচ্ছিলেন বার্সাকে। তবে এর পরের মিনিটেই গিওর্গি লিনিখেনা গোল করে ৩-২ গোলের স্মরণীয় এক জয় এনে দেন অ্যান্টওয়ার্পকে। 

এই হারের পর ১২ পয়েন্ট নিয়ে বার্সা রইল গ্রুপের শীর্ষে। দুইয়ে থাকা পোর্তোর পয়েন্টও ১২, কিন্তু দলটি দুই লেগেই হেরেছে কাতালানদের কাছে, ফলে মুখোমুখি দ্বৈরথে পিছিয়ে থেকে দ্বিতীয় সেরা দল হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পোর্তো। এদিকে তৃতীয় দল হয়ে ইউরোপার টিকিট কেটেছে শাখতার দনেৎস্ক

খেলার দুনিয়া | ফলো করুন :