তামিমকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ
চোট-অবসর-ফেরা-চোট; অতঃপর বিশ্বকাপ খেলা হচ্ছে না তামিমের। গল্পটা এমনই। অবসরের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আহবানে চোট সারিয়ে বিশ্বকাপে খেলার কথা জানিয়েছিলেন তামিম।
এর জন্য বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে ৪৪ রান করে দিয়ে ছিলেন ফেরার বার্তাও। তবে এর পরপরই জানা যায়; এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি তিনি। আছে কিছুটা অস্বস্তি বোধও।
তার এমন কথার পর ফের শুরু হয় গুঞ্জন। তামিম থাকবেন তো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তামিম ইকবালের। বিসিবির নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়েছে স্পোর্টস বাংলা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে যা আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিবি।