মেসি-এমবাপে আবারও ফিফা বর্ষসেরার তালিকায়
২০২২ বছরটা লিওনেল মেসির কেটেছে স্বপ্নের মতো। এই বছরটাতেই যে তিনি ছুঁয়েছেন তার আজন্ম সাধ, সোনার হরিণ বিশ্বকাপকে! শুধু কি তাই? গোল্ডেন বল জিতে নিজেকে তুলে এনেছিলেন অনন্য এক উচ্চতায়, দুটো আলাদা বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি কেবল তারই, তার আশেপাশেও কেউ নেই!
তার সুবাদে তিনি পরের বছর, মানে এই ২০২৩ সালে ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অর জিতেছেন। তাতে আরও একটা রেকর্ড গড়া হয়ে গিয়েছিল তার, ট্রফিগুলো সর্বোচ্চ বার জেতার রেকর্ড।
কিলিয়ান এমবাপেরও ২০২২টা কেটেছে বেশ ভালো। লিগ জিতেছিলেন, এরপর দলকে টানা দ্বিতীয় বারের মতো নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। সে ফাইনালে হ্যাটট্রিক করে দলকে নিয়ে গিয়েছিলেন শিরোপার খুব কাছেও। শিরোপা জেতা হয়নি, তবে গোল্ডেন বুটটা ঠিকই তার কাছে চলে এসেছিল। যে কারণে তিনি ছিলেন গেল বছর ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়।
সে বছরটা এখন অতীত। তবে চলছে যে বছর, সে বছরেরও সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়ে যেতে পারেন এ দু’জনের কেউ। ফিফা গতকাল নিজেদের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, সেখানেই দেখা গেছে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপের নাম। সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ড। তবে মেসি আর এমবাপের এই তালিকায় আসা নিয়ে এখন সৃষ্টি হয়েছে প্রশ্ন, দুজন চলতি বছর যেমন পারফর্ম করেছেন, তাতে কি এই তালিকায় আসতে পারেন তারা?
ফিফা বর্ষসেরার জন্য এবার সময় বেধে দেওয়া হয়েছে ২০২২ এর ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত। এই সময়ে মেসি আর এমবাপে পারফর্ম করেছেন বেশ। পিএসজিকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের দল হয়েছে ব্যর্থ, বিদায় নিয়েছে শেষ ষোল থেকেই। তবে পিএসজি ছাড়ার পর মেসি ইন্টার মায়ামিতে গিয়েও জিতেছেন শিরোপা। লিগস কাপ শিরোপা জিতিয়েছেন দলকে, যা আবার মায়ামির ইতিহাসেরই প্রথম ট্রফি। ১০ গোল করে ৪টি করিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। এদিকে এমবাপেও পারফর্ম করেছেন বেশ, পিএসজির লিগ জয়ে বড় অবদানই ছিল তার। এমন কিছুর পর ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আসা নিয়ে খুব একটা প্রশ্ন তোলা যায় না।
তবে পুরস্কারটা শেষমেশ এ দুজনের কারো হাতে যাবে কি না, তা নিয়ে আছে প্রশ্ন। কারণ আর্লিং হালান্ড যে এই সময় তাদেরকেও ছাপিয়ে গেছেন পারফর্ম্যান্স দিয়ে! তার দলে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই ম্যানচেস্টার সিটি জিতেছে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, ১২ গোল করে তাতে বড় অবদান রেখেছেন হালান্ড। এর আগে লিগও জিতেছে দলটা। সব মিলিয়ে অষ্টম দল হিসেবে ইউরোপিয়ান ট্রেবল জেতার কীর্তি গড়ে সিটি, তার প্রধান কুশীলবই ছিলেন হালান্ড। তাই ধারণা করা হচ্ছে মেসি, এমবাপেকে ছাপিয়ে তিনিই জিততে চলেছেন এবারের ফিফা বর্ষসেরার পুরস্কারটা। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে এবারের ফিফা বর্ষসেরার নাম।