রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে মোহামেডান
স্বাধীনতা কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ বাধা পেরিয়ে ফাইনালে উঠে গেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের দেয়া একমাত্র গোলে ফাইনালের টিকিট কাটে তারা।
কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও এই মুজাফফরভের গোলেই জয়ের হাসি হেসেছিল সাদা-কালোরা। সেদিন অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। তবে সেমিফাইনালে রহমতগঞ্জের বিপক্ষে গোলের অপেক্ষা অতটা দীর্ঘ হয়নি। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে রহমতগঞ্জের রক্ষণদেয়াল ভেদ করেন এই উজবেক মিডফিল্ডার। তাতে কোয়ার্টারের মতো ঠিক ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান।
গত মৌসুমে ফেডারেশন কাপ জিতে শিরোপার দেখা পাওয়া মোহামেডানের সামনে ফের শিরোপা জয়ের হাতছানি। ফাইনালে তাদের সামনে বাধা হতে পারে আবাহনী বা বসুন্ধরা কিংস।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং তৃতীয় হওয়া আবাহনী লিমিটেড।