প্রথমবারের মতো মেয়েদের ফুটবলের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:০৭ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৩

মাস চারেক আগেই প্রথমবারের মতো ফিফা নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এর আগে নয় আসরের কোনোবারে সেমিতেই উঠতে পারেনি তারা। ইতিহাস গড়ার দলটির অর্জনে যুক্ত হলো আরও একটি মাইলফলক। প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছালো স্পেনের মেয়েরা।

গতকাল (শুক্রবার) ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে স্পেন। চতুর্থ দল হিসেবে মেয়েদের ফুটবলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি বছরের আগস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

এগিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রও। এক ধাপে এগিয়ে তারা আছে দুইয়ে। ফ্রান্স এগিয়েছে দুই ধাপ। দখলে রেখেছে তৃতীয় স্থান।

তবে সময়টা ভালো যাচ্ছেনা ব্রাজিলের। সর্বশেষ বিশ্বকাপে ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। দুই ধাপ পিছিয়ে তারা বর্তমানে আছে ১১তম স্থানে। 

চতুর্থ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পাঁচে নেমে গেছে এতদিন শীর্ষ স্থান ধরে রাখা সুইডেন।  

খেলার দুনিয়া | ফলো করুন :