বেনজেমার পেনাল্টি মিস, ইত্তিহাদের বিদায়
ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে আল আহলির কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হলো করিম বেনজেমার ক্লাব আর ইত্তিহাদকে। ম্যাচে একটি পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন ফরাসি এই তারকা স্ট্রাইকার।
২১তম মিনিটে আল আহলিও একটি পেনাল্টি পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষভাগে যেয়ে বিপক্ষ দলের হ্যান্ডবল হওয়ার সুবাদে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি, তবে আল ইত্তিহাদের হয়ে পেনাল্টিটি মিস করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা।
ম্যাচের বাকি সময়ে আহলি আরও দুটো গোল আদায় করে নেয়। যোগ করা সময়ে সান্ত্বনা হিসেবে যদিও প্রতিপক্ষের জালে বল প্রবেশ করিয়েছিল করিম বেনজেমা, কিন্তু তাতে শেষ হাসি হাসা হয়নি দলের।
এই জয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আল আহলি। সোমবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিন্সে।