পার্থে অস্ট্রেলিয়ার বিশাল লিড
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ২১৬ রানের বিশাল লিড পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানের ইনিংস থামে ২৭১ রানে। আগের দিনের ২ উইকেটে ১৩২ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান এদিন তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। অস্ট্রেলিয়ার ছয় বোলারের সবাই উইকেট শিকার করেছেন। উইকেট শিকারের এই তালিকায় এগিয়ে ছিলেন অফস্পিনার নাথান লায়ন। ৩ উইকেট তুলে নেন তিনি। টেস্টে ৪৯৯ উইকেট শিকার করে পাঁচশ’র ছোঁয়া থেকে এক উইকেট দূরে দাড়িয়ে লায়ন।
অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে পাকিস্তানের শুরুটা ভালো হলেও মাঝের ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। তৃতীয়দিন সকালে ওপেনার ইমাম উল হক হাফ-সেঞ্চুরি করে আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংস ধসে পড়ে। দলীয় দুশো রানের আগেই বিদায় নেন শুরুর ছয় ব্যাটসম্যান। উইকেটে সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা।
অতিরিক্ত রান খরচে এই টেস্টে পাকিস্তানের পথেই হাঁটলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাকিস্তানের বোলাররা দিয়েছিল ৪১ রান। একই খাতে অস্ট্রেলিয়ার খরচ ২৭ রান।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৮৭/১০ ( ওয়ার্নার ১৬৪, মার্শ ৯০, আমের জামাল ৬/১১১)। পাকিস্তান ২৭১/১০ ( ইমাম উল হক ৬২, শান মাসুদ ৩০, লায়ন ৩/৬৬)