স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার বিজয়ের ৫২ বর্ষপূর্তিতে তাদের নামফলক উন্মোচন করেছে বাফুফে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন করেন সে দলের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় শেখ আশরাফ আলী, আমিনুল ইসলাম সুরুজ, মোহাম্মদ মোজাম্মেল হক, আব্দুস সাত্তার, সুভাষ চন্দ্র সাহাসহ আরও অনেকে।
স্বাধীন বাংলাদেশের ফুটবল দলের নতুন এই নামফলক বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই রাখা হয়েছে। ৩৪ জন ফুটবলারসহ মোট ৩৬ জনের নাম আছে ফলকে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে একঝাঁক স্বাধীনতাকামী তরুণ সাহসী ফুটবলার ও কর্মকর্তারা দল গঠন করেন। এরপর ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে ম্যাচ খেলেন। সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তহবিলে।